Artonad Lyrics | আর্তনাদ | Shamiul Shezan
Artonad Lyrics বিষন্ন প্রলয়ে অবশ চোখ,চন্দ্রডোবা রাতে উদাস মনপাওয়া না পাওয়ার রেখাপটেতোমায় ধরতে পারিনা মেঘদল ভেসে বেড়ায় ছায়ালোকেচোখ আটকে থাকে স্তব্ধতায়দূর বহুদূর ঐ গ্রহান্তরেঅস্তিত্ব জুড়ে তোমার ঠাঁই নাই নিলে মিশে থাকা ম্লান আকাশনির্ঘুম… ম্রিয়মাণ দুঃস্বপ্ন তোমার… অদূরের কল্পভুবন,তোমায় খুঁজে নিমগ্ন মন,শব্দহীন চারিদিক, হতাশায় তুমিঅদৃশ্য ছায়াপথ নিকৃষ্ট শব্দের আড়ালে, তুমি লুকনো অসুখআবছায়া আঁধারে ভুলেছি আমি পুরনো…