Sharodbelar Agomoni Lyrics | শারদবেলার আগমনী | Durga Puja Song
Sharodbelar Agomoni Lyrics খুশির হাওয়া নীল আকাশেসেজেছে আজ ধরণী,খুশির হাওয়া নীল আকাশেসেজেছে আজ ধরণী,কে যে বজায় দূরে, বাঁশির সুরেশারদবেলার আগমনী।খুশির হাওয়া নীল আকাশেসেজেছে আজ ধরণী। শিউলি ঝরা সুবাস আনেশারদীয়ার আভাস প্রাণে,হিমেল হাওয়ায় ঘাসের বুকেপড়ুক শিশির আদর সুখে। সোনা রোদের আলোয় সাদাকাশের বনে হাতছানি,খুশির হাওয়া নীল আকাশেসেজেছে আজ ধরণী। দিগন্তে ওই সাদা মেঘেরলুকোচুরি রোদের সাথে,আটচালাতে অকালবোধনহবে…