Shunte Ja Chao Lyrics | শুনতে যা চাও | Penoa
Shunte Ja Chao Lyrics তুমি শুনতে যা চাও আমি তা-ই বলে যাই,যেন বলতে তোমার কথা ভাসছি এ না’য়। আমাদের ভিতরেই করি আমরা নিজে খেলা;চাই যেতে আজ-কে ছাড়াই আদিতে।তুমি ডাকছ আমায়, আমি যাইতে আছিইআমি ফিরব আবার দেখো, দূর ফুরালে। এ জীবন তুমি ক্যান নিলে? সবকিছু ঝুটলাগে। ভুলভাবে সত্য জানার ফিকিরে,বেপথের মোড়ে ভাবছ দাঁড়ায়ে হবে ঠিকগেলে কোন…