Insomnia Lyrics | বিনিদ্র বিষাদে | Riot The Band
Insomnia Lyrics আবারো অন্ধকার এসে দাঁড়ায়নির্ঘুম আকাশে নীল নক্ষত্রখুঁজে যাই, অচেনা কোন দৃশ্যজ্বলছে নিভছে মগজেঅবশ সম্মোহন শেষ রাতের তারাদের আলোয়আমি জেগে থাকিনির্ঘুম এই শরীরে,অসহায় আড়ালে কাঁদছে তীব্র বিষাদআশরীরি শুন্যতায় খুব একাএসব পায় না শুনতে কোন ঈশ্বরশব্দহীন এক মানুষ আমার ভেতর নিয়ে যাও এই গান ঘুমের বিনিময়েচাই না আমি কিছুই আলোর উৎসবে Meaning of Insomnia Lyrics…