Amar Sonar Bangla Lyrics | আমার সোনার বাংলা | Rabindra Sangeet
Amar Sonar Bangla Lyrics
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর
জলে ভেজা কবিতায়,
আছো সারোয়ার্দী, শেরেবাংলা
ভাসানীর শেষ ইচ্ছায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা
জ্বালাময়ী সে ভাষণ,
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।
তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামের
একাক্তরের দিনগুলি,
তুমি জসিম উদ্দীনের নকশী কাথার মাঠ,
মুঠো মুঠো সোনার ধুলি।
তুমি তিরিশ কিংবা তার অধিক
লাখো শহীদের প্রাণ,
তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর,
ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা তোকে,
বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা,
উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম,
সাত শ্রেষ্ঠ বীর।
তুমি সুরের পাখি আব্বাসের
দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা
পদ্নানদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায়
নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
শাণিত ছুরির ধার।
তুমি জয়নুল আবেদীন,
এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর
নতুন দেখা সে ভোর।
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মা গো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা গো তোকে,
বড় বেশী ভালোবাসি।
তুমি বিস্মৃত লগ্নমাধুরীর
জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম,
প্রথম ও শেষ ছোঁয়ায়।
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জলা
জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা
শহীদ জিয়ার স্বপন।
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে
বেজে ওঠো সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তি-সংগ্রামে
সোনা ঝরা সেই রোদ্দুর।
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার
অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি,
তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো,
তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা গো তোকে,
বড় বেশী ভালোবাসি।
Meaning of Amar Sonar Bangla Lyrics
“Amar Sonar Bangla,” which translates to “My Golden Bengal,” is a song that the poet wrote to honour and show his love for his own country, which he refers to as a place of beauty and wealth.James Performs the Bengali Song “Amar Sonar Bangla”.
Amar sonar bangla lyrics, which is in Bengali, honours the diverse cultural legacy of Bengal and the sacrifices that its residents made to preserve their language, culture, and freedom. Many famous people and historical occasions from Bengali history are mentioned in the song.
Amar sonar bangla lyrics honours a number of Bengali cultural and historical facets. The song’s opening two lines refer to the character being addressed as a poet whose words are like honey blended with water. The third and fourth lines of the song refer to the Sari and Sher-e-Bangla, two well-known rivers in Bangladesh, and the poet’s desire to submerge themselves in their waters.
Amar sonar bangla lyrics next two lines refer to Bangabandhu Sheikh Mujibur Rahman, the founding father of Bangladesh, and how his speeches were full of fiery passion and ignited the flames of revolution. The final two lines of the song speak of the dream of the martyred leader Ziaur Rahman, who envisioned a Bangladesh where the pinnacle of success is reached by combining the best of both traditional and modern values, just like how the grains of rice and its husk are intertwined.
The character of the song is described in the first stanza as being engrossed in the works of renowned Bengali poet Madhuri and yearning to immerse themselves in the waters of the Saro and Sher-e-Bangla rivers. This symbolises the persona’s close ties to Bengali literature and culture as well as the area’s stunning natural surroundings.
The second verse references Bangabandhu Sheikh Mujibur Rahman, a prominent Bengali politician and leader of the Bengali independence movement. The persona is compared to his fiery spirit, as seen in his powerful speeches, which ignited the flames of independence in the hearts of the Bengali people.
About the Author of the Song
James sung the Amar sonar bangla lyrics Amar sonar bangla lyrics final verse speaks about the dream of a martyr named Zia, who fought for the independence of Bangladesh. The persona is said to be a mixture of the rice grains that are the symbol of prosperity in Bengal and the dream of Zia, thus embodying both the material and spiritual aspirations of the Bengali people.
Amar sonar bangla lyrics is widely recognized as a symbol of Bengali identity and pride, and it has been performed in various versions and arrangements by artists from different countries and cultures. It is often played at national events, cultural festivals, and sports competitions in Bangladesh and is an expression of the nation’s rich cultural heritage and its struggle for independence.
Overall, the song celebrates the rich cultural heritage and spirit of resilience of the Bengali people, and their struggles for freedom and independence.
Song : Amar Sonar Bangla Lyrics
Singer : James
Lyrics : Prince Mahmud