Amar Hiyar Majhe Lukiye Chile Lyrics | আমার হিয়ার মাঝে | Rabindra Sangeet
Amar Hiyar Majhe Lukiye Chile Lyrics
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি,
তোমায় দেখতে আমি পাই নি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
বাহির পানে চোখ মেলেছি
বাহির পানে,
আমার হৃদয় পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়,
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়,
তুমি ছিলে আমার কাছে
তুমি ছিলে,
আমি তোমার কাছে যাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়,
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়,
আনন্দে তাই ভুলেছিলেম,
আনন্দে তাই ভুলেছিলেম,
কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ-সুখের গানে,
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ-সুখের গানে,
সুর দিয়েছ তুমি,
আমি তোমার গান তো গাই নি,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে,
বাহির পানে চোখ মেলেছি
বাহির পানে,
আমার হৃদয় পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি,
তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ..
Meaning of the Amar Hiyar Majhe Lukiye Chile Lyrics
Amar Hiyar Majhe Lukiye Chile” is a Bengali song composed by Rabindranath Tagore. The title translates to “You remained hidden in the midst of my heart.” Amar hiyar majhe lukiye chile lyrics is about the yearning for a beloved who remains hidden or out of reach, despite being constantly present in the heart and mind.
Amar hiyar majhe lukiye chile lyrics describe the singer’s longing to find and reveal their hidden love, and the sense of incompleteness and emptiness that comes from being unable to do so. Amar hiyar majhe lukiye chile lyrics is often interpreted as a metaphor for the human search for the divine, with the hidden love representing a higher spiritual truth that remains elusive and mysterious despite being deeply felt.
About the Author of Amar Hiyar Majhe Lukiye Chile
Rabindranath Tagore is known as a renowned poet, philosopher, and a polymath. Tagore’s works are highly regarded for their depth of thought, emotional expressiveness, and lyrical beauty. His songs, which are known as Rabindra Sangeet, are an essential part of Bengali culture and have influenced many generations of artists and musicians in India and beyond.
In 2004, the song was used in the Bollywood film “Main Hoon Na” starring Shah Rukh Khan, which further popularised the song among a wider audience. The song has also been used in several other films and TV shows in Bengali and other languages.
The song has been covered by many renowned artists and bands, including Hemanta Mukherjee, Kishore Kumar, Lata Mangeshkar, and Arijit Singh, among others. The song has also been featured in several Bengali and Bollywood films, as well as television shows and commercials.
If we consider the current happenings or contemporary issues, amar hiyar majhe lukiye chile lyrics can be connected to the situation during the pandemic where people are forced to hide their emotions, love, and affection from their loved ones due to social distancing norms.
Moreover, Amar hiyar majhe lukiye chile lyrics can also be linked to the current political and social scenario, where people are hesitant to express their opinions and views due to fear of censorship or persecution. The line “lukiye chile” which translates to “hiding in my heart” can be seen as a metaphor for people’s reluctance to express their true feelings or thoughts.
Instrument’s Used in this Song
The instrumentation used in this song includes the use of a traditional Indian instrument called the “sarod,” which is a stringed instrument that produces a deep, rich sound, as well as other instruments such as the tabla, flute, and harmonium.