Abar Ashibo Phire Lyrics | আবার আসিব ফিরে | Lopamudra Mitra
Abar Ashibo Phire Lyrics
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল
শালিখের বেশে,
আবার আসিবো ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো ভোরের কাক হয়ে
হয়তো ভোরের কাক হয়ে,
এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব
আসিবো এ কাঁঠাল ছায়ায়।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো বা হাঁস হবো,
হাঁস হবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা
জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি ফিরে,
আবার আসিব আমি ফিরে
বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে।
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই
এ সবুজ করুণ ডাঙ্গায়।
আবার আসিব ফিরে,
ধানসিড়িটির তীরে এই বাংলায়।
হয়তো দেখিবে চেয়ে
সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
হয়তো দেখিবে,
হয়তো শুনিবে
এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে,
হয়তো শুনিবে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক
উঠানের ঘাসে, ঘাসে,
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক
সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়।
রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে,
রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে
দেখিবে ধবল বক আসিতেছে নীড়ে।
আমারেই পাবে ইহাদের ভীড়ে
এ সবুজ করুণ ডাঙায়।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল
শালিখের বেশে,
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
Meaning of Abar Ashibo Phire Lyrics
Abar ashibo phire lyrics “Abar ashibo fire, dhanshiritir tyre ei Banglay” mean “I will come back again, to the banks of the Golden Land in this Bengal,” which can be rendered as “I will come back again, to the banks of the Golden Land in this Bengal.” It conveys a great desire to go back to Bengal, the family’s native area. The singer might not actually exist, but rather serve as a symbol for the longing and melancholy connected to the land.
The arrival of the Bengali calendar’s auspicious month of Kartik is symbolised in the following lines by a number of natural elements, including the dawn crow and the lotus flower. An impending return to the shade of the kathal (jackfruit) tree, a metaphor for a secure and familiar sanctuary, is indicated by the picture of a kasha bird (perhaps a migratory bird) nestling in the singer’s chest.
With references to the prospect of changing into a swan or a young girl wearing anklets with red feet, the song expresses a continuing yearning for the land of Bengal. A metaphor for immersing oneself in Bengal’s rich cultural legacy and literature is the picture of spending days surrounded by the scent of ink and travelling through the seas.
Abar ashibo phire lyrics then go on to showcase Bengal’s rivers and lush paddy fields, underlining both their natural beauty and the deep affection felt for them. A further emphasis on the relationship between the singer and the rivers is made by mentioning the “jolangir dheu” (waves of the Jolargi River), which conveys a feeling of harmony and oneness.
The following abar ashibo phire lyrics depict the sound of a Lakshmi bee chirping on the branches of a Shimul tree and the sight of the evening air carrying the lovely sounds of a flute. These pictures conjure up the enchantment and spiritual awakening that Bengal is known for.
The toddler playing in the rice fields, the white egret flying over the waves, and the hue of the clouds in the ominous sky are all mentioned in the song’s coda. These allegories capture Bengal’s natural surroundings in all their beauty, purity, and harmony.
Overall, the song abar ashibo phire lyrics celebrates the deep emotional connection and longing for the land of Bengal. It beautifully portrays the diverse aspects of nature, cultural heritage, and the deep-rooted love for the homeland. Through its metaphors and vivid imagery, the song invokes a sense of nostalgia and a yearning to return to the cherished land of Bengal.
Song: Abar Aashibo Phire Lyrics
Artist: Lopamudra Mitra
Album: Annaya Haoa
Singer: Lopamudra Mitra