Chobbisher Guerrilla Lyrics

Chobbisher Guerrilla Lyrics | চব্বিশের গেরিলা | 24 Er Guerrilla

Chobbisher Guerrilla Lyrics

আমরা সমাজ rapper কলম হাতে যোদ্ধা
কোটার লাইগা কেমনে করস ছাত্রসমাজ হত্যা?
আমরাই যখন রাজাকার, তাইলে ক তুই রাজা কার?
সমাজ বইতে কী পড়াইলি এখন দেহি খটকা
মেধা ছাড়ে দেশ গন্ডমূর্খ পালে সরকার
এমন গনতন্ত্রের লেইগা রাজাকার-ই দরকার
হলতে আইবো মেধার ধ্বনি আহে বোনের চিৎকার
২৪-এ বুদ্ধিজীবী মারলে ক তুই loss কার?
রাজনীতি কর ভালো নীতি ছাড়া রাজ না
জ্ঞান অর্জন করবো ছাত্র picketing-এর কাজ না
গুলি করোস কারে তোরা চোখ খুইলা চাস না?
অধিকার এর লাইগা কত লোভি তোরা লাল রক্তের খাজনা
ভাই কইসে গুল্লি করলে মাথায় মার, বুকে বঙ্গবন্ধু
এক bench-এ বহা বন্ধু, কেমনে চালায় বন্দুক?
সাংবাদিক সব ব্যস্ত কারন বাম্পার ফলন TV তে
সাবধান পতন হইবো history গেলে repeat-এ

এই দেশটা কারো বাপের না যে
হাত জাগাইলে মামলা দিবো
বোনরে পিডায় পদের লাইগা
টোকাই ভায়ে কামলা দিবো
খবর বানায় কারা যারা ওরাই আবার পা চাঁটা
স্বাক্ষী দিবো rubber bullet চৌদ্দ শিকের খাঁচাটা
ইতিহাস স্বাক্ষী দিবো ন্যায় এর পথে খাড়াইসে কে
ইতিহাস স্বাক্ষী দিবো গরম রক্ত পাড়াইসে কে
ইতিহাস স্বাক্ষী দিবো আপনজন রে হারাইসে কে
ইতিহাস স্বাক্ষী দিবো কলম হাতে খাড়াইসে কে

কলম আমার চুপ থাকে না অন্যায় এর সম্মুখে
ন্যায় করে না মাথা নিচু অন্যায় এর বিরুদ্ধে
কত নিচে নামার পরে নিজেরে রাজাকার কই?
ভাইডি আমার রক্ত দিলো ক এইডির সমাধান কই?
দেয়ালে পিঠ ঠেইকা গেলে বাশেঁর মাথায় পতাকা লই
রাস্তার গান রাস্তায় গাই, স্বাধীন বাংলায় মুক্তিডা কই?
মারে আমরা হারি জিতি দাবায় রাখতে পারবো না কেউ
১৫ জুলাই দেখলে, দেশে ৩০ লক্ষ মরতো না কেউ

আমার ভাইয়ের রক্তে রাস্তা ভাসে মূর্খ নেতা দেইখা হাসে
থামাবি কেমনে ক? পাড়ি দিবি কয়ডা লাশে?
আমার বোনের মুখে ক্যান আর্তনাদ আর চিৎকার?
চাইলো সবাই অধিকার হইলো সবাই রাজাকার
বন্দুকের নল দেখলে বুক পাইত্তা দেই
নজর নজরে লাগায়া অধিকার ছিনাই নেই
প্রতিবাদের ভাষা সিনা উচা বুক ফুলাই কই
আমার স্বাধীন দেশে আমার স্বাধীনতা গেলো কই?
এই ক্ষমতা লোভে তগো মনসত্ব মাটির নিচে
জনতার ঘাড়ানিতে শেষ ঠিকানা কবরেতে
বুইঝা রাখ, হুইনা রাখ কার ইসারায় চলে সবই
কেডা চালায় দাবার গুটি কেডা হয় কেলায় বলি
জবাব চাই আমার ভাই মরলো ক্যান ক?
জবাব চাই আমার আমার রক্ত ঝরলো ক্যান ক?
জবাব চাই কলম হাতে অস্ত্র ক্যান ক?
জবাব চাই আমার জবাব নাই ক্যান ক?

আমি কে? তুমি কে?
রাজাকার, রাজাকার
আমি কে? তুমি কে?
রাজাকার, রাজাকার
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার, স্বৈরাচার
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার, স্বৈরাচার
আমি কে? তুমি কে?
রাজাকার, রাজাকার
আমি কে? তুমি কে?
রাজাকার, রাজাকার
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার, স্বৈরাচার
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার, স্বৈরাচার

ওই তুই পশুর পয়দা ছাত্র নামে কলঙ্ক
তুই নশুর পয়দা কাফন প্যাঁচা কপালে তুই জবাই করুম অশুর
পুরা Cantonment blockade, Dhaka city blockade
ছাত্র সমাজ খেপাছ পুরা সোনার বাংলা blockade
কিরে ঘরে ক্যা? বাইর হ! দেশে বায়ান্ন আবার শুরু
Fire শুরু rubber bullet বায়ান্ন আবার শুরু
বিদ্রোহ আবার, জিগা তফাৎ ৭১-এর লগে?
রাজনীতি না রে ঐডা লোকনীতি

বাড়ির লগের কুত্তার চেয়েও বেশি ভক্তি post-এর আশায় চান্দা উডাস
চোক্ষে দেহোস জুলুম ঠিকই, footage লইতে রামদা উডাস
গান নামাইলে ইতিহাসে এই গান থাকবো আজীবন
ভাই কালকেও না পরশু না যা কইবার আজই কন
এই আমার স্বাধীন বাংলায় দুর্নীতি সব সোনার মানব চুপ রয়
ছাত্র হইয়া ছাত্র মারোছ তরেই বুঝি বীর কয়?
স্বাধীন জবান স্বাধীন নাই আর জানের ভয়ে চুপ রয়
আর চুপ থাকার কোনো scene নাই
পারলে গুলি কর সোজা জিহ্বায় আমার!

তর স্বৈরাচার ধইরা মারি, থানা থেইকা কোর্ট-কাচারি
ঠোল্লা থেইকা লীগের টোকাই বাদ যাইবো না লাঠির বারি
লম্বা কইরা লাশের সারি কিংবা টান মা বোনের শাড়ি
সপ্ন এইবার ঘর না গেলেও লাশটা ঠিকি যাইবো বাড়ি
Students দের মাঝে ঠোল্লা কেমনে জিন্দা যায়?
ভাই ধর আগে ওইডিরে যেডি মারতে helmet পিন্দা আয়
পুরা বাংলাদেশ অবরোধ ECB to TSC
ছাত্রডি সব খাঁড়ায় গেলে সামনে খাঁড়ায় কীয়ের লীগ?

একটা মরলে দশটা খাড়ায় হাত উডাইবো সবাই
যেডি helmet পিন্দা আইবো দিবি helmet খুইলা জবাই
রফিক, জব্বার মইরা গিয়াও বাংলা ভাষা দিয়া গেসে
তাইলে আমি তুই ও দেশের লাইগা পারমু না কেন ক ভাই?
যখন বোন হইসে ধর্ষণ
চেটের পুলিশ কই আসিলো?
যখন ভাই মরসে রাস্তায়
চেটের পুলিশ কই আসিলো?
যখন দেশ হইসে লুট
চেটের পুলিশ কই আসিলো?
যখন পুলিশ দিয়া মারলি Student
বিবেক কই আসিলো? ক?

শহীদ হইসে ভাই আমার কতগুলা ইতিহাসে লেখ তোরা
যেই হাতে কলম চলে ওই হাতেই হাতকড়া
বুক কাঁপে না, তোগো হাত তুলতে বইনের গায়ে
যেই বইনের গায়ে আজও হাত তুলে নাই বাপ-মায়ে
খোদার কসম কালেমা মুখে লইয়া মরমু লাগলে
শহীদের রক্ত বৃথা স্বাধীন দেশে চুপ থাকলে
রাজনীতির খ্যাচে না ছাত্র সমাজ রাজ পথে

জনগন এর স্বার্থে বেটা জনগন এর লাশ পরে
Uniform শরীরে তর বিবেকেরে প্রশ্ন কর
বিবেক যদি না থাকে আয় বুক বরাবর গুল্লি কর
টোকাই পয়দা লইসে অগো বাপ পরে নাই helmet
ছাত্র গরে রক্ষা করার দিস না মিথ্যা statement
এই দেশে এহন আর দাম নাইগা জীবন এর
জবাব দিবি কেমনে তোরা তালা দিসোস জবানের
জবাব দেহ দিবি না দিবি গেলে কবরে
রাইতের পরে দিনের আলো পরবো পুরা শহরে

হুনসি ৭৩-এ বন্দুক এর নলে
শিকার সূর্যসেন হলে
কান্দে বোন আমার রোকেয়া
ঢুকতে পারে না ডরে মরে রাস্তায়, রাবার বুলেট সিধা সিনা পেচায়
পুতুল নাচে Helmet পিন্দা খবর লাগা কেডা নাচায়, কেডা বাঁচায়?
আবু সাঈদ গুল্লি লইলে খাঁচায়
কেন সাব্বির হোসেন মরবো road এ বারি খায়া মাথায়
হপায় শেখ মুজিব এর আদর্শ গেল কই?

২৪-এ আইশা বাঙাল স্বাধীনতা পাইলো কই?
বন্ধ কর সব মিছা কিচ্চা আজগবি খবর তর
বাঁইচা থাকা মুশকিল এনে যে যার মত কবর খোঁড়
হিসাব লাগা বাজারদর, আসল আগুন লাগসে কই
পেটের জ্বালায় মরি এনে ঘর ফালায়া রাস্তা সই
Masterplan বানাইসে সরকারে দেশ বেইচা
পেটে জ্বালা মিটাইতে মাল পাত্তি ছিটাইতে
প্রতিবাদের বিপক্ষে ছাত্র সমাজ পিডাইতে
কাম না হইলে কোর্ট-কাচারি, পল্টি-পালটি লাগাইতে

আমি কে? তুমি কে?
রাজাকার, রাজাকার
আমি কে? তুমি কে?
রাজাকার, রাজাকার
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার, স্বৈরাচার
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার, স্বৈরাচার
আমি কে? তুমি কে?
রাজাকার, রাজাকার
আমি কে? তুমি কে?
রাজাকার, রাজাকার
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার, স্বৈরাচার
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার, স্বৈরাচার

Meaning of Chobbisher Guerrilla Lyrics

Chobbisher Guerrilla lyrics is a powerful protest anthem that condemns political corruption, authoritarianism, and the suppression of student voices in Bangladesh. Chobbisher Guerrilla lyrics employ vivid and confrontational language to highlight the struggles faced by students and the broader society against oppressive forces.

Chobbisher Guerrilla lyrics starts by positioning the speaker as a warrior with a pen, challenging the government’s brutality and corruption. It questions the legitimacy of the ruling class and criticizes the system that has led to the killing of students. Chobbisher Guerrilla lyrics reference to “Rajakar” (a term for collaborators with the Pakistani army during the 1971 Liberation War) suggests that those in power are seen as modern-day oppressors. The speaker laments that the government has failed to provide education and governance, allowing ignorance and incompetence to prevail.

Chobbisher Guerrilla Lyrics

A major theme is the betrayal of the ideals of democracy and justice. Chobbisher Guerrilla lyrics argues that the current democratic setup requires more Rajakars (traitors), implying that the system is fundamentally flawed and unjust. It highlights the contrast between the promises of democracy and the grim reality of political violence and censorship. Chobbisher Guerrilla lyrics denounces the suppression of dissent and the use of violence against students, who are portrayed as victims of a corrupt and oppressive regime.

Chobbisher Guerrilla lyrics also address the role of the media and the public’s apathy towards the injustices faced by students. By referencing events from history, such as the killing of intellectuals on August 24, 1971, the song connects past and present struggles, suggesting that history is repeating itself. The media is criticized for focusing on sensational news rather than the genuine issues facing the country.

Chobbisher Guerrilla lyrics repetition of questions about who is to blame for the suffering and who is responsible for upholding justice underscores the frustration and demand for accountability. Chobbisher Guerrilla lyrics questions how the ruling class can continue to thrive while ignoring the bloodshed and suffering of the common people.

Chobbisher Guerrilla Lyrics

Chobbisher Guerrilla lyrics also makes a poignant call for solidarity and resistance. It criticizes those who are complicit in perpetuating injustice and calls for a unified struggle against oppression. Chobbisher Guerrilla lyrics demands answers for the bloodshed and oppression, and challenges those in power to face the consequences of their actions. It also stresses the importance of historical memory and the need to continue the fight for justice in the face of adversity.

Overall, Chobbisher Guerrilla lyrics serves as a rallying cry for students and the public to rise against authoritarianism, corruption, and violence. It emphasizes the need for continuous vigilance and activism to uphold the values of freedom and justice. The speaker’s defiant tone and refusal to remain silent in the face of injustice encapsulate the broader sentiment of resistance and the quest for a more equitable society.

Song – Chobbisher Guerrilla Lyrics
Performed By – ‪24 Er Guerrilla
Song-written & Composed By – 24 Er Guerrilla‬
Music Arranged & Produced By – 24 Er Guerrilla
Music Label – Quantize Music Group
Music Publishing – Quantize Music Group. a division of Quantize Music Entertainment, LLC.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *