Mayabi Lyrics | মায়াবী | BORBAAD

Mayabi Lyrics | মায়াবী | BORBAAD

Mayabi Lyrics বল কি করে হলো রে এমন?সব ব্যথা তুই ছুঁলে সেরেছে,বল কি করে আজকে এ মনসব কথা তোর কাছে বলেছে,চাইছি না, চাইবো না,তুই ছাড়া কিছু আর। মায়াবী.. মায়াবী..চোখে তোর ডুবেছি,মায়াবী.. হো মায়াবী..প্রেমে তোর মরেছি। অগোছালো আমার এই জীবনটাদিয়ে যা, যা না তুই গুছিয়ে,ছাড়বো সব তোরই এক ইশারায়পারবো না থাকতে তোর না হয়ে। হো, কবে…

Chand Mama Lyrics | চাঁদ মামা | Borbaad

Chand Mama Lyrics | চাঁদ মামা | Borbaad

Chand Mama Lyrics তোমার কথা ভুলতে গেলামভুলতে গিয়া তাও ভুলি না,ভুলতে গিয়া তাও ভুলি না,গান বাজে দুই কানে,মন আমার পাগলা রকেটআগুন লাগে তাও উড়ে না,তোমারে উড়তে দেইখাব্যথা লাগে এই প্রাণে। ভেল্কি মারে, ভেল্কি মারেতোমার প্রেমের আগুনে,নিশি রাইতের ফাগুনেজ্বলি আমি তেলে বেগুনে,ভালোবাইসা গালি মারিকার নিষেধ বারণে?বাড়ি গিয়া দেখি নানিগান শোনে হেডফোনে। আয়রে, আয়, চাঁদ মামাচিমটি দিয়া যা রে,কে ভালো কে…

Melar Gaan Lyrics | মেলার গান | HooliGaanism | Anirban

Melar Gaan Lyrics | মেলার গান | HooliGaanism | Anirban

Melar Gaan Lyrics আমাদের বকুলতলায় ভিড় জমেছেবসেছে মেলা,দেখতে যাবো আমি তুমি।আমাদের বকুলতলায় ভিড় জমেছেবসেছে মেলা,দেখতে যাবো আমি তুমি। সে মেলায় দোকান কত সারিসারিমাটির পুতুল রকমারি,সে মেলায় দোকান কত সারিসারিমাটির পুতুল রকমারি,মিলছে সেথায় বাউল ফকিরহাসি মুখের বুড়ো-বুড়ি। সে মেলায় দোকান কত সারিসারিমাটির পুতুল রকমারি,সে মেলায় দোকান কত সারিসারিমাটির পুতুল রকমারি,মিলছে সেথায় বাউল ফকিরহাসি মুখের বুড়ো-বুড়ি। ওরে…

Mitthye Swapno Lyrics | মিথ্যে স্বপ্ন | Anupam Roy 

Mitthye Swapno Lyrics | মিথ্যে স্বপ্ন | Anupam Roy 

Mitthye Swapno Lyrics মিথ্যে স্বপ্ন, মিথ্যে খেলা,ছিল কাব্যের মতোই স্বপ্নময়।ধীরে ধীরে ছেঁড়া পাতা,হয়ে গেল যা ছিল বাগ্ময়। ছিল ধোঁয়াশা, মিছে আশা,ছায়া শুধু টুকরো টুকরো।দিনের ছবির ভরা ছিল কাঁপে,অনামি কবি। শুধু রইলো এক চিলতে মিথ্যে হাসিআর রইলো কিছু কান্না, যেন রাশি রাশিবুক জোড়া হাহা করে,একটি আংটি, কবেকার। সেই ভুলে যাওয়া তিথি,আর এক প্রেমিকার মিথ্যে অফিসার।শুধু রইল এক চিলতে মিথ্যে হাসি,আর রইল কিছু…

Shondhe Naamey Lyrics | সন্ধে নামে | Killbill Society 

Shondhe Naamey Lyrics | সন্ধে নামে | Killbill Society 

Shondhe Naamey Lyrics সন্ধে নামে তোমার কাঁধে তোমার খোলা চুলের ফাঁদে তাকাবো না ভাবি পারিনা ফেরাতে চোখ সন্ধে নামে তোমার কাঁধে তোমার খোলা চুলের ফাঁদে তাকাবো না ভাবি পারিনা ফেরাতে চোখ সন্ধে নামে তোমার কাঁধে… আলো ছুটে আসে লাগে দুগালে ভালো লেগে গেল যেই তুমি তাকালে তোমার কাজে অকাজে শরীরের ভাজে থাকতে চাই মহিন শুনেছো কিনা বলো না আছে কি বুক ভেঙে দেওয়ার অভ্যাস সন্ধে নামে তোমার কাঁধে তোমার খোলা চুলের ফাঁদে তাকাবো না ভাবি পারিনা ফেরাতে চোখ সন্ধে…

Bondhugo Shono Lyrics | বন্ধুগো শোনো | Imran

Bondhugo Shono Lyrics | বন্ধুগো শোনো | Imran

Bondhugo Shono Lyrics এ আমার কি হলোপাগল পাগল লাগে,হাওয়া এসে জানিয়ো দিলোএমন তো হয়নি আগে। বাতাসের সিস, কথা ফিসফিসসে ও তোমারই,এই দোটানা, জানছোনাসে ও তোমারই। বন্ধুগো শোনো ..তুমি ছাড়া আমি,আমি ছাড়া তুমি,মানে হয়না কোনো। এতো ভালোবাসা, কি করে বাসলামবিধাতা জানে, কেন কোন সে টানে,এতো কাছে আসলাম। বাতাসের সিস, কথা ফিসফিসসে ও তোমারই,এই দোটানা, জানছো নাসে…

O Sundori Lyrics ( ও সুন্দরী ) Borbaad

O Sundori Lyrics ( ও সুন্দরী ) Borbaad

O Sundori Lyrics ও সুন্দরী সুন্দরী সুন্দরী সুন্দরী তুমি আমার মনের রাজ্যের রাজকুমারী দেখছি আমি দেখছি তারে অল টাইম আমি খুঁজছি যারে যার হাসিতে দিলটা আমার উদায় কামে পাল পারি চোখে চোখে লাড়া লাড়ি ও সুন্দরী সুন্দরী সুন্দরী তুমি আমার মনের রাজ্যের রাজকুমারী  হায় কলিজায় কামর মারে আমগো মত জুটি বললে আর হাওয়া পারে ও ও সুন্দরী সুন্দরী সুন্দরী তুমি আমার মনের রাজ্যেররাজকুমারী  হায়…

Ektukhaani Mon Lyrics ( একটুখানি মন ) Daagi 

Ektukhaani Mon Lyrics ( একটুখানি মন ) Daagi 

Ektukhaani Mon Lyrics তোমার জন্য ভুল করিয়ে নিলে সাথে খানিক ভুল করিয়ে নিলে কাজল চোখে তাকিয়ে যদি হাসি  তোমায় ভেবে সন্ধ্যা নামে যদি চোখের কোলে কান্না জমায় নদী সব অভিমান ভুলে ফিরে আসি আমায় ছেড়ে কোথায় যাবে তুমি বলবে কি আর এমন রে ভালোবাসি আমায় দিও একটুখানি ছুয়ে আমায় দিও একটুখানি মন এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এ জীবন  এই জনমের…

Nei Tumi Aager Moto Lyrics ( নেই তুমি আগের মতো ) Killbill Society

Nei Tumi Aager Moto Lyrics ( নেই তুমি আগের মতো ) Killbill Society

Nei Tumi Aager Moto Lyrics তোমাকে দেখেছিলাম ভিড়ের মাঝে তুমি কতটা আলাদা ছিলে তোমাকে রেখেছিলাম দেহে মনে গোপনে তুমি মায়া বেঁধেছিলে আমায় একটা টিকিট কেটে দিবি রে কোথায় যাবি ছোটবেলায় তোমার পাশে থাকা এ মৃত নগরীতে আমার ছিলে কোঠা হয়েছিল তোমার বলা কথা বরফ ছুরি হয়ে কিছু তোমায় চিনিয়েছিল এখন আগুনে পুড়ি বেহালা বাজাও তুমি আমার স্মৃতি থেকে ক্রমশ মেলাও তুমি তুমি প্রথম বৈশাখের মত কষ্ট কমানোর রাগের মতো তুমি…

Konna Lyrics | কন্যা | Imran Mahmudul

Konna Lyrics | কন্যা | Imran Mahmudul

Konna Lyrics পথে পথে হাসি মেখে ফুলেরা গান ছড়ালো উড়ে উড়ে কুহ সুরে পাখিরা গান শোনালো আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায় আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায়  গোপনে খুঁজি করে কন্যা কন্যা কন্যা রে বলবো মনের কথা শোন না রে কন্যা কন্যা কন্যা রে বুকে বইছে প্রেমের বন্যা রে কন্যা ও কন্যা ও কন্যা ও কন্যা তোকে ঘিরে দিকের গোলা খুশি রং ছড়ালো রংধনটা আমায় দেখে আদরে…