Mayabi Lyrics | মায়াবী | BORBAAD
Mayabi Lyrics বল কি করে হলো রে এমন?সব ব্যথা তুই ছুঁলে সেরেছে,বল কি করে আজকে এ মনসব কথা তোর কাছে বলেছে,চাইছি না, চাইবো না,তুই ছাড়া কিছু আর। মায়াবী.. মায়াবী..চোখে তোর ডুবেছি,মায়াবী.. হো মায়াবী..প্রেমে তোর মরেছি। অগোছালো আমার এই জীবনটাদিয়ে যা, যা না তুই গুছিয়ে,ছাড়বো সব তোরই এক ইশারায়পারবো না থাকতে তোর না হয়ে। হো, কবে…