O Babur Maa Lyrics | ও বাবুর মা | Raktabeej 2 | Surojit Chatterjee

O Babur Maa Lyrics | ও বাবুর মা | Raktabeej 2 | Surojit Chatterjee

O Babur Maa Lyrics ও চাচা, কই গোও খালা, কই গোনয়া দামান আইসে রেআরে ইডিক পানে আয়,নয়া বর এলো রে বর। ওরে গিন্নি ও কর্তা হওয়ায় এলো বার্তাপ্রাণের কুটুম আইলো দালানে।জামাই রত্ন বড়, তারে যত্ন করোও জামাই রত্ন বড়, তারে যত্ন করোমন্ডা মিঠাই, গুড় বাতাসা, আমলকী মোরব্বা,রূপে গুণে সৌন্দর্যে হিরামতির ডিব্বা।ও বাবুর মা, খান চার…

Kichhu Manush More Jaay Pochishe Lyrics | কিছু মানুষ মরে যায় পঁচিশে | Saif Zohan

Kichhu Manush More Jaay Pochishe Lyrics | কিছু মানুষ মরে যায় পঁচিশে | Saif Zohan

Kichhu Manush More Jaay Pochishe Lyrics এই মহাকালের বাস্তবতায়যাচ্ছি ক্রমে ডুবে ডুবে,নিজের আড়ালে, নিজেকে লুকিয়ে,হারিয়েছি আমি কবে। জানো কি?তোমাদের মাঝে থেকেও নেই,জানো কি তোমরা সবে? কিছু মানুষ,কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে,তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে,কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশেতারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে। হেডফোনের সেরা অফার শৈশবের স্বপ্ন গুলোলিখে…

Shanto Koro Lyrics | শান্ত করো | Titash Bhromor Sen

Shanto Koro Lyrics | শান্ত করো | Titash Bhromor Sen

Shanto Koro Lyrics থাক তোমাদের প্রেমের কথা ঘর সাজানোর ঘটানিজের হৃদয় জুড়তে গিয়ে ভাঙলে যে আর কটা,পানসি ভেসে যাচ্ছে কারা পানসে চোখের জলেফিসফিসিয়ে ব্যর্থ ভালোবাসার কথা বলে। এলো ঝড় উথাল পাথাল ভাঙলো বুঝি আমার ঘরওতুমি এসো শান্ত করো,তুমি এসো শান্ত করো। কার পথে কে হাঁটলো কবেসে মায়াও ঠিক ফুরোবে,আজ যে নদী, কাল সে মরা চর।পিরিত…

Maa Lyrics | মা | Dhumketu | Anupam Roy

Maa Lyrics | মা | Dhumketu | Anupam Roy

Maa Lyrics মনটা খুবই চাইছে মাতোমার কাছে যাই,তোমার ঘরের এক কোনায়তোমার পাশে দাঁড়াই।পিঠে বাঁধা খুব ওজনসবাই বুঝছে ভুল,মাথায় ভীষণ ব্যাথা মাছোঁয়াও তোমার আঙুল। ঘুমোতে দাও, ডেকো নাঘুমোতে দাও, ডেকো না মা। আমার যত খেলনা মাআগলে রেখো সব,হয়তো আমি ফিরবো নাফেরা অসম্ভব।হাতটা ছেড়ে গেছে আজতাই কি লাগে ভয়,মাথায় ভীষণ যন্ত্রনাকি জানি কি হয়। ঘুমোতে দাও, ডেকো…

Uttor Shaaji Lyrics | উত্তর সাজি | Goodbye Mountain

Uttor Shaaji Lyrics | উত্তর সাজি | Goodbye Mountain

Uttor Shaaji Lyrics তুমি প্রশ্ন হয়েছ তাই উত্তর সাজিতুমি প্রশ্ন হয়েছ তাই উত্তর সাজি,দিন-নদীর এ-পারেফেরা ছাড়া নেই কোনো কাজই,বলো দেখবে কি?তুমি-দেখবে কি আবার ফিরে?তুমি প্রশ্ন হয়েছ তাই উত্তর সাজি। ওই যে সুনীল ছুঁয়ে গাঙচিলমেঘ মুলুকের ঘর,আজকে নাহয় ঘুরে আসিতোমার অবসর। গাছ সংসার ডালপালা তারবন্য ছায়ার ভিড়,আমার দু’চোখ মুগ্ধ পাঠকতোমার চোখে স্থির। কোথাও আমার হারিয়ে যাওয়ারতুমি…

Sada Dile Kada Lagaili Lyrics | সাদা দিলে কাদা লাগাইলি | Keshab Dey

Sada Dile Kada Lagaili Lyrics | সাদা দিলে কাদা লাগাইলি | Keshab Dey

Sada Dile Kada Lagaili Lyrics তোর প্রেমের গভীর জলে মন হামাগুড়ি খেলেওই দিল এর will এ তুই আমায় ফাসালিআয় মনের তোতা পাখি তোরে বুকে জড়ায় রাখিতুই life a এসে কেমন heaven dekhaili এসেছি তোরই টানে ছুটে এই প্রেম বাগানেতবু তুই করিস বাহানা/ কেনো তুই করিস বাহানাচোখে চোখ পড়লো যেদিন আমিও একটা তীরেহয়েছি তোরই নিশানা…সাদা দিলে…

Daaknaam Lyrics | ডাকনাম | Lagnajita Chakraborty | Gauri

Daaknaam Lyrics | ডাকনাম | Lagnajita Chakraborty | Gauri

Daaknaam Lyrics তুমি ডাকনাম ধরে ডাকলে আমায়চলে যাই দিবারাত্র,আমি তোমার কাছেই ধরা দেবোতোমাকেই একমাত্র। পরিচিত গন্ধে হারাবোঅবুঝ মায়া ছুঁলে,আমি নাম লিখতে রাজি তোমারপ্রেমে পড়ার ভুলে। তুমি ডাকনাম ধরে ডাকলে আমায়চলে যাই দিবারাত্র,আমি তোমার কাছেই ধরা দেবোতোমাকেই একমাত্র। ঠিকানা তোমার জেনেহাওয়াদের বলি যেতে,পরশ নিয়ে আসুক তোমার গায়ে, মেখে।বাহানা চাদর এনেচাওয়াদের সালিশিতে,আদর বেয়ে নামুক তোমার মুখে, চোখে।…

Tumi Ki Amar Bristi Hobe Lyrics | তুমি কি আমার বৃষ্টি হবে | Meghbalika

Tumi Ki Amar Bristi Hobe Lyrics | তুমি কি আমার বৃষ্টি হবে | Meghbalika

Tumi Ki Amar Bristi Hobe Lyrics তুমি কি আমার বৃষ্টি হবেআমি হবো তোমারি মেঘ,আমাদের প্রেম হবে রূপকথাতুমি হবে মায়ার আবেগ। তুমি কি আমার মেঘ হবেআমি বৃষ্টি হয়ে ঝরবো,আমি সকাল সন্ধ্যা রাতেতোমাকেই শুধু পড়বো। আমার এ কথা মিথ্যে নয়আমি ভালোবাসি শুধু তোমাকেই ..আমার সকল প্রার্থনায়আমি চাই গো শুধু তোমাকেই। আমি তোমার প্রেমে ভেসে যাইআমি তোমাতে শুধু…

Amar Ma Ke Bolo Lyrics | আমার মাকে বলো | Zillur Rahman Shohag

Amar Ma Ke Bolo Lyrics | আমার মাকে বলো | Zillur Rahman Shohag

Amar Ma Ke Bolo Lyrics পাখি যাও পাখি যাওআমার ভীষণ অসুখ,শীত ঠকঠক জ্বরেরঘোরে বকছি প্রলাপ,আমার মায়ের কাছে খবরটা পাঠাও। আমার মায়ের গায়ে লেবু পাতার ঘ্রাণআমার মায়ের কোলে শীত রাত্রির ওম,এই কপাল জুড়ে জ্বলছে উনুনতলিয়ে যাচ্ছি ভীষণ যন্ত্রণায়।ও পাখি, ও পাখিআমার মাকে বলো তার ছেলেআজ ভীষণ অসহায়। এই কংক্রিট নগরেমানুষগুলো দালানকোঠাইথার জুড়ে অবিশ্বাসের মেঘ,ভীড়ের মাঝে হচ্ছি…

Ei Raat Lyrics | এই রাত | Saswati Bhattacharjee

Ei Raat Lyrics | এই রাত | Saswati Bhattacharjee

Ei Raat Lyrics এই রাতএ চোখে ঘুম নেইযেন হাজারবছর জেগে ও আকাশআমার চোখের মতোইঅনেক জমাকান্না মেখে শুনেছো কি? দেখেছো কি?মেঘের আড়াল, পাশে রেখে? ওগো, ওগো রাত্রি, জানো কি আছি কেমন?আমি, বড় একা, যেও থেকে, তুমি আরও আরও কিছুক্ষণ… এ পৃথিবীর তো, আমি তো কেউ নইবারেবারে,অবহেলায়তাইতোপড়েই রই হয়তোআমারই ভুল চুকএই নিজেকেবিলিয়ে দি তারপরহঠাৎই বুক চিরেবয়ে চলেকান্না…