Ei Raat Lyrics | এই রাত | Saswati Bhattacharjee
Ei Raat Lyrics এই রাতএ চোখে ঘুম নেইযেন হাজারবছর জেগে ও আকাশআমার চোখের মতোইঅনেক জমাকান্না মেখে শুনেছো কি? দেখেছো কি?মেঘের আড়াল, পাশে রেখে? ওগো, ওগো রাত্রি, জানো কি আছি কেমন?আমি, বড় একা, যেও থেকে, তুমি আরও আরও কিছুক্ষণ… এ পৃথিবীর তো, আমি তো কেউ নইবারেবারে,অবহেলায়তাইতোপড়েই রই হয়তোআমারই ভুল চুকএই নিজেকেবিলিয়ে দি তারপরহঠাৎই বুক চিরেবয়ে চলেকান্না…