Maa Lyrics | মা | Dhumketu | Anupam Roy
Maa Lyrics মনটা খুবই চাইছে মাতোমার কাছে যাই,তোমার ঘরের এক কোনায়তোমার পাশে দাঁড়াই।পিঠে বাঁধা খুব ওজনসবাই বুঝছে ভুল,মাথায় ভীষণ ব্যাথা মাছোঁয়াও তোমার আঙুল। ঘুমোতে দাও, ডেকো নাঘুমোতে দাও, ডেকো না মা। আমার যত খেলনা মাআগলে রেখো সব,হয়তো আমি ফিরবো নাফেরা অসম্ভব।হাতটা ছেড়ে গেছে আজতাই কি লাগে ভয়,মাথায় ভীষণ যন্ত্রনাকি জানি কি হয়। ঘুমোতে দাও, ডেকো…