Sopoth Nen Lyrics | শপথ নেন | Anik Sahan
Sopoth Nen Lyrics
চাইরোদিকে রংগের খেলা কত সুন্দর দেহা যায়,
এতো সুন্দর দেশটা কিন্তু আমগোরই জানা নাই,
যাই দেহি লাগে ওয়াও,সব কিছুরই আছে ভাও
চাইরোপাশে ঠিকঠাক সব লাগে না আর হাউকাউ
দেশটা যেরোম চলতিসে এরোম করেই চলুক
যতো আপদ বালা মুসিবত দূরি যাইয়ে মরুক
নাইগা জাতের ভেদাভেদ সবাই আমরা ভাইভাই
একই ছাদের নিচে ঘুমাই একই থালায় ভাত খাই
এহন দুষ্ট লোহের মিষ্টি কথা জনগণও বোঝে
আমগে দেশ চালাতি পাবলিক এহন যোগ্য নেতা খোজে
কার কান্দের উপ্রে দেশটা দিলে দূর্নীতিডা হইবো না
নিজের পকেট ভরতে গিয়া দেশের বাজেট খাইবো না
ভাইরে ন্যয্য দামে আমরা কবে জানডা ভইরা খামু
কবে বাজার সদাই করতে গেলে বাজেট মতোই পামু
তার আগেই তো ভাংতি হবে সিন্ডিকেটের কালা হাত
আপনে আমি জাগলি ওগে থাইমে যাবে উতপাত
কালকের তে না আজকেরে তেনেই মনে মনে শপথ নেন
সোনার দেশটা সোনা রূপার পানি দিয়া ধুয়া দেন
কিয়ের হিন্দু, কিয়ের বৌদ্ধ, মুসলমান আর খ্রিস্টান
এই দেশেতে চলবো সবাই শিনা কইরা টানটান
মেধা দিয়া দেশ আগাইবো সিস্টেমডারে বদলায়া দেন
ঘুষের ট্যাকা খাইবো কেমনে ঘুষই যদি না দেন
এইযে কাকা কি করেন,যেনে হেনেই ছাইড়া দেন
আটকায়া না রাখা পারলে গিট্টু মাইরা রাইখা দেন
আপনেরাই তো দেশটারে পাবলিক টয়লেট ভাইব্বা লন
মুরুব্বি আপনেরতে পোলাপাইন কি হিগবো কন
আজকের থেইকাই শপথ লন দেশ রাখবেন পরিষ্কার
আমরা যদি না আউজ্ঞাই কেম্নে হইবো সংস্কার
চমৎকার বন্ধু তুমি কথা কইসো এক এর
সুন্দর একটা সমাজ গড়তে আউগান দরকার ব্যাকের
থাকবো না আর বেকার কেউ নিজের পায়ে খারাইবো
শিক্ষিত জাতি হয়া কলম ঘুরায়া খাইবো
স্বপ্ন দেহি সবাই একটা সোনার বাংলা হইবো
আমরা যদি না জাগি তে কেমনে সকাল হইবো
কালকের তে না আজকেরে তেনেই মনে মনে শপথ নেন
সোনার দেশটা সোনা রূপার পানি দিয়া ধুয়া দেন
এইযে দেহেন কেমনে মরে রাস্তাঘাটে হুদাই
কানের ভিত্রে তালা দিয়া রাস্তা পার হয় ভোদাই
হোপ মিয়া চোখ কই বাইত্তে থুয়া আইসেন
চোখ আছে চোখের যায়গায় আপ্নে কইত্তে আইসেন
দাড়ান দাড়ান চেইতেন না পারাপারি কইরেন না
আমরা হচ্ছে সভ্যজাতি মারামারি মানায় না
তাই রাস্তা দিয়া হাটার সময় খোলা রাখবেন চোখ কান
মনে রাইখেন সময়েরতে জীবন বড়ই মূল্যবান
দেশ সংস্কার এ নামসে হপায় আমগো ছাত্র জনতা,
আইন কানুন থেইকা শুরু রাস্তার পরিচ্ছন্নতা,
দেখসেন ভাই হালারপুতে হুদাকামে হর্ণ বাজায়
ট্রাফিকের আর কিয়ের দোষ পাবলিকেই তো জ্যাম বাজায়
হাটা চলাচলের লাইগা ফুটপাথ রাহেন কিলিয়ার,
আপনি আমি ঠিক তো আমরা জনতার হাতিয়ার
হাশিকান্না সুখ দুখ সবই থাকবো জীবনে
আমি আপনে জাগলে দেখতে হইবো না আর পিছনে
কালকের তে না আজকেরে তেনেই মনে মনে শপথ নেন
সোনার দেশটা সোনা রূপার পানি দিয়া ধুয়া দেন
Meaning of Sopoth Nen Lyrics
Sopoth Nen is a powerful piece that addresses various social and political issues in Bangladesh, calling for national unity, integrity, and reform. Sopoth Nen lyrics reflect a deep sense of patriotism and frustration with the current state of affairs, urging citizens to take collective action to improve their country.
Sopoth Nen lyrics song begins by highlighting the beauty of the country and expressing a sense of wonder at its splendor. However, it also conveys a sentiment of disillusionment, suggesting that despite the outward beauty, there are significant problems that people seem unaware of or indifferent to. The contrast between the country’s potential and the reality of its condition is starkly portrayed.
It then emphasizes the need for unity among people, regardless of their ethnic or religious backgrounds. Sopoth Nen lyrics promotes the idea of everyone living together harmoniously, sharing the same resources and responsibilities. The emphasis is on overcoming ethnic and social divisions to foster a sense of brotherhood and collective identity.
Sopoth Nen lyrics criticize the existing political and administrative systems, highlighting issues such as corruption, misuse of public funds, and lack of effective governance. There is a call for accountability and transparency, urging leaders to serve the people honestly rather than enriching themselves. Sopoth Nen lyrics calls for the public to be vigilant and demand better governance, suggesting that corruption and inefficiency in the system are major barriers to the country’s progress.
A significant part of the song focuses on the need for social reform and personal responsibility. It challenges people to take ownership of their actions, advocating for a clean and orderly society. The song stresses the importance of maintaining cleanliness and order in public spaces, criticizing the neglect of such basic responsibilities by both citizens and authorities.
Sopoth Nen lyrics chorus repeatedly urges the listeners to pledge to cleanse the country as if washing it with gold and silver water. This metaphor signifies a deep desire for purifying the nation of its ills and transforming it into a prosperous and respected land. It symbolizes the hope for a fresh start and a commitment to making significant positive changes.
Furthermore, the song reflects on societal issues such as traffic management and public behavior, criticizing the lack of discipline and the tendency to blame others for problems. It calls for better civic responsibility, urging people to follow traffic rules and respect public spaces. The song underscores that such changes are essential for creating a more civilized and efficient society.
Sopoth Nen lyrics final part of the song is a call to action for the younger generation and students to lead the charge for reform. It stresses the importance of education, suggesting that an educated and informed populace is crucial for national development. The song envisions a future where everyone contributes to building a golden Bangladesh, where social and economic progress is achieved through collective effort and commitment.
Sopoth Nen lyrics is a motivational anthem that urges Bangladeshi citizens to take pride in their country while actively working to address its issues. It calls for national unity, personal responsibility, and systemic reform to create a better future for all. The song is both a critique of current shortcomings and a hopeful vision for a reformed and prosperous Bangladesh.
Song – Sopoth Nen
On Mic : Anik Sahan , Siam Fardin (J2D) , Obaidullah (RBD) , Khalid , Pias
Beat producing & Mix mastered by Anik Sahan
Directions : Anik Sahan
D.O.P Edit & Colour : Rs Romjan
Artwork – Tashrif Farabi