Pujar Gaan Lyrics

Pujar Gaan Lyrics | পূজার গান | Hooligaanism Band

Pujar Gaan Lyrics

হাই রে হাই, হাই রে হাই
হাই হাই হাই হাই রে হাই,
হাই রে হাই, হাই রে হাই
হাই হাই হাই হাই রে হাই,
হাই রে হাই, হাই রে হাই
হাই হাই হাই হাই রে হাই,
হেই মা দুর্গা ইদিক আয়
হেই মা দুর্গা ইদিক আয়।

মোদের চারপাশেতে অনেক অসুর
ধরছে টিপে গলার নলি,
ও মোদের চারপাশেতে অনেক অসুর
ধরছে টিপে গলার নলি,
তুই এক্ষুনি তার বিচার কর
তুই এক্ষুনি তার বিচার কর।

হাই রে হাই, হাই রে হাই
হাই হাই হাই হাই রে হাই,
হাই রে হাই, হাই রে হাই
হাই হাই হাই হাই রে হাই,
হেই মা দুর্গা .. ইদিক আয়।

ঘিরি মিরি, ঘিরি মিরি, ঘিরি মিরি, হো
ঘিরি মিরি, ঘিরি মিরি, ঘিরি মিরি, হায়।

খেতাক ধা, খেতাক ধা
দেদা দেদা দেদা, দেন দা দেদা,
নাগ ধেনে চারি, নাগ ধেনে চারি
নাগ ধেন চারি খেতাক ধা,
নাগ ধেনে চারি, নাগ ধেনে চারি
নাগ ধেন চারি খেতাক ধা,
নাগ ধেনে চারি, নাগ ধেনে চারি
নাগ ধেন চারি খেতাক ধা।

এ মাটি সবার মাটি
সবার লড়াই লেখা আছে,
ধুলোর গায়ে মা, ধুলোর গায়ে মা।
এ মাটি সবার মাটি
সবার লড়াই লেখা আছে,
ধুলোর গায়ে মা, ধুলোর গায়ে মা।
গ্রামের শিরায় শিরায়, ইতিহাসের নদী
সে কথা ভুলি যদি
ক্ষমা কোরো মা, ক্ষমা কোরো মা।

পাতা বেচি, পাতা বেচি, পাতা বেচি ভাই রে
আধেক বছর পাতা বেচে খাই,
পাতা বেচি, পাতা বেচি, পাতা বেচি ভাই রে
আধেক বছর পাতা বেচে খাই,
লাগছে খরা, ফাটছে জমি
ফসল কোথায় ভাই রে?
আধেক বছর পাতা বেচে খাই,
বান এল রে ডুবছে জমি, ফসল মরে যায় রে
আধেক বছর পাতা বেচে খাই।

তবু যারা চষছে জমি আদুর গায়ে
তবু যারা চষছে জমি আদুর গায়ে,
তাদের ঘামেই পূজা নিও মা
তাদের নামেই পূজা নিও মা,
তাদের ঘামেই পূজা নিও মা
তাদের নামেই পূজা নিও মা।

হুঁ হায় রে গে হায় রে গে হায় রে গো হায়
হোঁ ভুয়ং সাঁড়েতে গুরু হো,
ঝঁই সাঁড়েতে গুরু হো,
তিরিয় সাঁড়েতে গুরু আড় গো এনা রে।
এ হাই হাই হাই হাই হাই রে হাই
হাই হাই হাই হাই হাই রে হাই,
এ মাটি ছুঁয়ে লড়াই শুরু জগৎগুরু মারাংবুরু
মাটি ছুঁয়ে লড়াই শুরু জগৎগুরু মারাংবুরু,

এ হাই হাই হাই হাই হাই রে হাই
হাই হাই হাই হাই হাই রে হাই,
এ নিজের মাটি নিজের ভাষা থাকবে সবার আগে
এ মায়ের পূজা আইল রে, গুরুর পূজা আইল রে,
মা সবাইপে ভাগে
নিজের মাটি নিজের ভাষা থাকবে সবার আগে,
এ মায়ের পূজা আইল রে, এ গুরুর পূজা আইল রে
মা সবাইপে ভাগে
এ হাই হাই হাই হাই হাই রে হাই
হাই হাই হাই হাই হাই রে হাই।

In the lights, we shall glow
Grow a heart, let it show
With these lights, we all glow
Share a story and you’ll know

In these streets walked on
In these fields long gone
In the wind it blows
In the river it flows
Its a tune that stays
And it never fades away
In our old old days
In our new new ways

Here we come, there we fought
Here we won, there we lost
Here we shout, here we dance
There they cry, for a chance
Here we thrive, there we feel
Here we smile, there we heal
And lets all say together
বলো দুর্গা মাইকি

Shine on with everything you gotta show
Shine on and lead us the path to follow.

এই জমির পূজাই দেব মা কে
সাক্ষী থাকবে চন্দ্র-ভানু,
এই জমির পূজাই দেব মা কে
সাক্ষী থাকবে চন্দ্র-ভানু,
লড়ব নাচব মাঠে ঘাটে
লড়ব নাচব মাঠে ঘাটে
বুকের মধ্যে সিধু-কানু।

হাই রে হাই হাই রে হাই
হাই হাই হাই হাই রে হাই,
হাই রে হাই হাই রে হাই
হাই হাই হাই হাই রে হাই,
হেই মা দুর্গা ইদিক আয়
হেই মা দুর্গা ইদিক আয়,

মোদের চারপাশেতে অনেক অসুর
ধরছে টিপে গলার নলি,
ও মোদের চারপাশেতে অনেক অসুর
ধরছে টিপে গলার নলি,
তুই এক্ষুনি তার বিচার কর।

Meaning of Pujar Gaan Lyrics

Pujar gaan lyrics is a powerful invocation to Goddess Durga, blending folk energy, revolutionary spirit, and cultural pride into one sweeping anthem of resistance and devotion. It begins with the chant “হাই রে হাই, হাই রে হাই” which serves as both a rhythmic rallying cry and a spiritual invocation, setting the tone of urgency and collective strength.

Pujar gaan lyrics calls out to Durga maa, urging her to descend and protect her children, for they are surrounded by many demons, symbolic representations of oppression, injustice, and hardship, that are suffocating their voices and stifling their lives. The appeal is not only religious but also deeply social, turning the Goddess into a symbol of justice who must deliver judgment instantly against these evils.

The folk sounds of “ঘিরি মিরি” and “খেতাক ধা” carry the heartbeat of rural Bengal, echoing the drumbeats of agricultural festivals and tribal dances, showing how culture and resistance flow together. Pujar gaan lyrics remind us that this soil is everyone’s soil, written with everyone’s struggle, layered with the dust of history, and nourished by generations of sacrifice. Forgetting this history would be a sin, so they plead for forgiveness if they ever fail to honor it.

Pujar Gaan Lyrics

Pujar gaan lyrics also captures the harsh realities of peasant life, selling leaves half the year to survive, enduring droughts that crack the earth, and floods that drown the fields, destroying crops and leaving them empty-handed. Yet, amidst all this suffering, the farmers who continue to plow the soil with sweat and perseverance are declared to be the true devotees. Their labor itself becomes worship, and their names themselves offerings to the Mother.

A tribal invocation follows, praising Marangburu, the Great Mountain Spirit, acknowledging indigenous traditions that see land, language, and ancestors as central to identity. It asserts that one’s own soil and one’s own language must always come first, placing cultural roots above imposed systems, and affirming that worship of both Mother and ancestral spirits must be shared equally by all.

Pujar gaan lyrics, lights symbolize hope and resilience, glowing in hearts and stories that refuse to fade across time. The struggles of the past and the paths of the present meet, showing that victories, losses, joys, and sorrows are all part of a shared journey of humanity. Pujar gaan lyrics “বলো দুর্গা মাইকি” becomes a call for unity, strength, and resistance.

Pujar Gaan Lyrics

Pujar gaan lyrics is not only about worshiping Durga maa in temples but also about worshiping her in the soil, in labor, in history, and in language. It fuses devotion with rebellion, spirituality with social justice, and memory with continuity. By calling upon Durga maa to punish demons, the community gives shape to its own voice against exploitation and oppression.

Pujar gaan lyrics is both prayer and protest, both festival and battle cry, both tradition and revolution. It tells us that the true worship of Durga maa is not only in rituals but also in fighting for justice, honoring the soil, preserving language, and carrying forward the history of resistance written in the veins of villages. It is a reminder that every struggle, every sacrifice, and every act of resilience is sacred, and that Durga Maa real presence is felt not only in idols but in the collective fight for dignity, survival, and truth.

About the Author of the Song

Pujar Gaan song performed by Hooligaanism band. Pujar gaan lyrics was sung by Subhadeep Guha, Anirban Bhattacharya and Debraj Bhattacharya. Mixing and mastering by Saibal Karmakar. Pujar gaan lyrics was written by Anirban Bhattacharya, English version of pujar gaan lyrics was written by Subhadeep Guha and Pata Bechi, Intro written by Gopinath Murmu and the music composed by Subhadeep Guha, Debraj Bhattacharya, Anirban and Gopinath Murmu.

Song : Pujar Gaan
Arranged and Performed by : Hooligaanism
Vocals : Subhadeep Guha, Debraj Bhattacharya and Anirban Bhattacharya
Lyricist : Anirban Bhattacharya, Subhadeep Guha and Gopinath Murmu
Composition : Subhadeep Guha, Debraj Bhattacharya, Anirban Bhattacharya and Gopinath Murmu
Director : Anirban Bhattacharya
Dop : Ishaan Ghosh
Label : SVF Music

Other Similar Songs : Melar Gaan Lyrics

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *