Porichoy Lyrics | পরিচয় | Rupak Tiary
Porichoy Lyrics স্বপ্নের করিডোরে, মুছে যাওয়া এক ভোরেজমে থাকা কথারা, কিছু বলতে চায়বলে আসা হয়নি, ঠিকানা ও রাখিনিপিছু ফিরে ডাকে না সে আমায়। জানি না কোথায়, কবে, কীভাবেদুজনের হলো পরিচয়। জীবনের ক্যানভাসে, কত ছবি আঁকা হয়বদ্ধ ছবির আড়ালে, কত রঙ মিশে যায়সময়ের পায়ে পায়ে, সেই ছবি চিরে যায়টুকরো ছবির গোপনে, কিছু রঙ থেকে যায়। ঘুম…