Moner Dorjay Lyrics | মনের দরজায় | Mekhla Dasgupta
Moner Dorjay Lyrics বলেছিলে দেখা হবেশরতের এই লগনে,মন টানে ঘরের পানে,পথ চেয়ে ছদ্মবেশে। কাশ বনে দুজনেদ্বিধাহীন উচ্ছাসেতে।মেঘ হারিয়ে, নীল ছাড়িয়েমেতে যাবো উৎসবেতে। হাসনু হানা সুবাস ছড়ায়,অবুঝ দুচোখ মনের দরজায় ।যত সুখ তোমায় নিয়েই, আশে পাশে সব সীমানায়।অবুঝ দুচোখ মনের দরজায়।জানালার কার্নিশে,দু চোখের নালিশে,সকল বাধা ভেঙে ,নতুন কোনো এক ভোরে। ওই নীল সাগরেকত স্মৃতির ভিড়ে,চোখ টানে…