Brishty Lyrics | বৃষ্টি | Man Grove Band
Brishty Lyrics সব কুয়াশা জমে থাকেঘাসে শিশির হয়েতারই মাঝে হেঁটে বেড়াও তুমি মেয়ে,একটু কথা আর একটু সুরেঅপূর্ণ এ গান,তোমার ছোঁয়া পেয়ে হয়তোপূর্ণ হয়ে যাবে। .. বৃষ্টি তুমি আর কেঁদো নাজল হয়ে ঝরে পড়ো না,বৃষ্টি তুমি আর কেঁদো নাআমাকে আর ভিজিয়ো না। আমি হয়েছি নিখোঁজতোমায় খুঁজে খুঁজে,শূন্য রাজপথে দাঁড়িয়ে তুমি মেয়ে,হাজার কষ্ট বুকে চেপে রেখেছোডাকছি তোমায়…