Nicotin Lyrics। নিকোটিন । Keshab Dey
Nicotin Lyrics জ্বলছে আগুন বুকের মাঝে পুড়ছে কত মননিকোটিনের ধোঁয়ায় এখন কাটে রে জীবনতোর পিরিতে পাগল হইলাম জানতে পারলি নাজীবন দিয়াও বায়সা ভালো তোরে পাইলাম না রে বন্ধু তোরে পাইলাম নাআমার আকাশ জুড়ে শুধু তোর এ জোছনাতোর আকাশে আন্ধার ছাড়া কিছু পাইলাম নাস্বপ্ন গুলো গুমরে মোরে ভাবছে তোকে রজকেমন আছি তোরে ছাড়া রাখিস কি তার…