Opurnota Lyrics | অপূর্ণতা | Area 51
Opurnota Lyrics আমার এই এলোমেলো শহরেকৃত্তিম আলো আঁধারেএসেছিলে তুমিহাজার স্বপ্ন নিয়েচাঁদের আলোয় বসেআঁকি তোমারই ছবিকেনো আলো নিয়েআঁধার দেখালে তাই ভাবি তোমার ওই রঙিন স্বপ্ন নিয়েএইতো আছি আমার শহরেজানি না কোথায় পাবোতোমাকে নিয়ন আলোর ভীরেতুমি সেই অপূর্ণতা,কোথায় আছো হাজার আলোর ভীরেতুমি সেই অপূর্ণতা,তুমি থাকবে আমার এই হৃদয় জুড়ে হয়তো একদিন তারাদের ভীরেখুঁজবে আমায় নিয়ন আলো নিয়েমেঘের…