Malachandan Lyrics

Malachandan Lyrics | মালাচন্দন | Aamar Boss

Malachandan Lyrics

তোমাকে কোথাও দেখেছি
কোথায় দেখেছি যেন?
তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন?

তোমাকে কোথাও দেখেছি
কোথায় দেখেছি যেন?
তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন?

তোমার আঁচল মাটিতে লুটোয়
ঘন নীল মায়া চোখে,
এক ছুটে আমি পালাতে চাইছি
ছেলেমানুষির ঝোঁকে।

মালাচন্দনে বেঁধো না
মালাচন্দনে-বেঁধো না
মালাচন্দনে বেঁধো না আমাকে।

আমার এই বুকের কাছে তোমার মাথা চেপে
চুপ করে কেন বসে থাকতাম,
ঠোঁট ছুঁলে ফুরোয় কথা ওঠে শুধু কেঁপে
সময়ের নিয়ম মেনে চলতাম।

এখন এই মুখোমুখি সন্ধ্যে নামার অল্প দেরি
তুমি কেন বুঝেও বোঝোনা?
তুমি কেন বুঝেও বোঝোনা?

মালাচন্দনে বেঁধো না
মালাচন্দনে-বেঁধো না
মালাচন্দনে বেঁধো না আমাকে।

কখনও কি হয়নি মনে একটু কাছাকাছি
নিঃশ্বাস নাইবা ধরে রাখলাম,
তুমিওতো জানো ওগো শেকল বেঁধে বাঁচি
হয়তো এভাবে ভালো থাকতাম।

তুমি এতো প্রশ্ন করো
ভয় লাগে আমার এবার,
তুমি কেন বুঝেও বোঝো না?
তুমি কেন বুঝেও বোঝো না?

তোমাকে কোথাও দেখেছি
কোথায় দেখেছি যেন?
তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন?

তোমার আঁচল মাটিতে লুটোয়
ঘন নীল মায়া চোখে,
একছুটে আমি পালাতে চাইছি
ছেলেমানুষির ঝোঁকে।

মালাচন্দনে বেঁধো না
মালাচন্দনে-বেঁধো না
মালাচন্দনে বেঁধো না
মালাচন্দনে-বেঁধো না
মালাচন্দনে বেঁধো না আমাকে।

Meaning of Malachandan Lyrics

Malachandan lyrics is a deeply emotional and poetic expression of romantic hesitation, inner conflict, and the longing for freedom within love. This song, often considered one of the most soulful Bengali romantic songs, explores what it feels like to fall in love and yet be afraid of losing one’s identity in that attachment.

Malachandan lyrics begin with a nostalgic sense of familiarity: “তোমাকে কোথাও দেখেছি / কোথায় দেখেছি যেন?” (“I’ve seen you somewhere before. Where could it be?”). This evokes a dreamy, almost fate-driven connection between the speaker and the person he’s addressing. But that dreamy tone quickly turns into doubt with “তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন?” (“Why are you walking toward me?”), revealing the speaker’s underlying fear or confusion about the closeness forming between them.

Malachandan lyrics emotional tension is enhanced with the visual imagery of the beloved: “তোমার আঁচল মাটিতে লুটোয় / ঘন নীল মায়া চোখে,” which translates to her sari end trailing on the ground and her eyes shimmering with deep blue mystery. Even though this beauty is captivating, the speaker says, “এক ছুটে আমি পালাতে চাইছি / ছেলেমানুষির ঝোঁকে,” (“I wanted to run away in a childish impulse”). It shows his emotional immaturity or vulnerability in facing such intense feelings.

Malachandan Lyrics

Malachandan lyrics chorus is the heart of the song: “মালাচন্দনে বেঁধো না আমাকে,” which means “Don’t bind me with garlands and sandalwood.” In Bengali culture, garlands and sandalwood are often used in weddings and sacred ceremonies, symbolizing union and commitment. Through this metaphor, the speaker pleads not to be tied down by traditional or emotional expectations. He yearns for love without confinement—a theme that resonates with many who fear losing their freedom in relationships.

Later, the lyrics dive deeper into intimacy with lines like “আমার এই বুকের কাছে তোমার মাথা চেপে / চুপ করে কেন বসে থাকতাম,” which paints a picture of peaceful closeness, where silence feels more meaningful than words. But the line “ঠোঁট ছুঁলে ফুরোয় কথা ওঠে শুধু কেঁপে / সময়ের নিয়ম মেনে চলতাম,” reveals that even the lightest touch brings overwhelming emotion. Yet, they both hold back, respecting the rules of time—possibly pointing to social boundaries or emotional maturity.

Malachandan Lyrics

As dusk approaches, symbolized by “এখন এই মুখোমুখি সন্ধ্যে নামার অল্প দেরি,” a sense of urgency builds. The speaker again asks, “তুমি কেন বুঝেও বোঝোনা?” (“Why don’t you understand, even when you know?”), reflecting a painful gap in emotional communication. The feeling of being emotionally exposed without being fully understood is relatable to anyone who’s been in a complicated relationship.

Malachandan lyrics continues with, “কখনও কি হয়নি মনে একটু কাছাকাছি / নিঃশ্বাস নাইবা ধরে রাখলাম,”a moment of wondering if their closeness was ever real, even if they didn’t make a show of it. He says, “তুমিওতো জানো ওগো শেকল বেঁধে বাঁচি / হয়তো এভাবে ভালো থাকতাম,” (“You too know we already live bound by invisible chains; maybe we could’ve stayed happy this way”). This reveals a powerful insight: even without formal commitment, emotional attachment can still feel like a bond.

Malachandan lyrics ends by returning to its first thoughts: “তোমাকে কোথাও দেখেছি / কোথায় দেখেছি যেন?” The repetition gives it a haunting, cyclical feel. The imagery of “তোমার আঁচল মাটিতে লুটোয় / ঘন নীল মায়া চোখে,” and the recurring plea “মালাচন্দনে বেঁধো না আমাকে” captures the bittersweet essence of the song. It’s not just a rejection of love but a plea to love freely, without expectations or rituals.

About the Author of the Song

Malachandan is sung by Anupam Roy from Aamar Boss bengali movie. Malachandan lyrics in bengali written by Anupam Roy and music arrangement and programming by Shamik Chakravarty. Sound mixing and mastering by Srirup Chatterjee. Aamar Boss bengali film directed by Shiboprosad Mukherjee and Nandita Roy.

Song Name : Malachandan
Film : Aamar Boss
Singer : Anupam Roy
Composer and Lyricist : Anupam Roy
Director : Nandita Roy and Shiboprosad Mukherjee
DOP : Indranath Marick
Background Score : Prabuddha Banerjee
Producer : Windows

Other Songs of Aamar Boss Flim : Bawshonto Dekeche Amake Lyrics

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *