Ma Lo Ma Lyrics | মা লো মা | Coke Studio Bangla
Ma Lo Ma Lyrics
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে।
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়,
কি সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়,
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়,
কি সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়,
আর কোথায় রে মা মনসা
তোমায় প্রণাম জানাই,
কালীর নয়নজলে।
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে,
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে।
ছিলাম শিশু, ছিলাম ভালা
না ছিলো সংসারের জ্বালা,
সদাই থাকিতাম মায়ের সঙ্গে।
আমার দেহেতে আইলো জুয়ানি
উজান বহে গাঙ্গের পানি,
কামিনী বসিলো ভাব অঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে।
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে।
আছেন ভালো গানের মাস্টার সালামও জানাই
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়,
কি সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়,
কালীর নয়ন জলে।
ভাই, এই এইযে এদিকে
ও এ বড়ো ভাই,
এই উপরওয়ালা পাঠাইসে মায়েরই কোলে
বুঝি নাই দুনিয়াতে কি খেলা চলে,
সবাই তো আদর করতো
ও লে লে লে লে,
যৌবন যায় ঝাউবনেতে সংসারের ছলে
আমার রঙিন দুনিয়ায় কি আর সাদা কালা চলে,
ডাইলের মজা তলে যদি ভালো মতো গলে
ঠিক মতো বাইতে পারলে ভাঙ্গা নৌকাও চলে,
ভাইয়া, সাঁতার না জানা থাকলে
ডুইবা মরবেন জলে,
হুম, আপনি কি ভাবতেসেন ভাই
আপনার নৌকায় leak আসে?
আমি তো দেখতেসি ভাই
আপনার নৌকা ঠিক আসে
জীবনের চলার পথে নাই নাই ভি দিক আসে,
সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আসে
দুনিয়া ঘুরতাসে, কে ঘুরায় খুঁজতে হইবো
বিষয়টা বুঝতে হইবো,
খাইয়া মুখ মুছতে হইবো,
জীবনের তরী বাইয়া জায়গামতো যাইতে হইবো
তরিকা সবারই এক ভাঙ্গা নৌকা বাইতে হইবো,
দুনিয়ায় আইসি কিছুই ছিল না অঙ্গে
ভালো কাজ ছাড়া কিছু যাইবো না সঙ্গে,
দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে
রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইসে গাঙ্গে,
রঙ্গে রঙ্গে ভাঙ্গা নৌকা
ভাই আপনিই গান।
ছিলাম জুয়ান হইলাম বুড়া
লইড়া গেছে বাঁকা-গুঁড়া,
গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে।
ছিলাম জুয়ান হইছি বুড়া
লইড়া গেছে বাঁকা-গুঁড়া,
গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে।
ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে
চিন্তা করো আপন মনে,
মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে,
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে।
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়,
কি সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়,
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়,
কি সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়,
গানটা আমার ইতিমধ্যে শেষ করিয়া যাই
কালীর নয়নজলে।
Meaning of Ma Lo Ma Lyrics
Ma Lo Ma lyrics narrative rich with symbolism and cultural references, depicting the journey of life through metaphors of boats, rivers, and the struggles of existence. It encompasses themes of nostalgia, longing, and the complexities of human experience.
At its core, the song appears to be an ode to maternal love and the journey of life. The repetition of “মা লো মা, ঝি লো ঝি” (Mother, O Mother, Jhi Lo Jhi) throughout the verses signifies a deep emotional connection with the maternal figure, perhaps reflecting on childhood memories or a longing for the comforting presence of a mother.
Ma Lo Ma lyrics imagery of boats and rivers is recurrent, symbolizing the passage of time and the journey of life itself. The “রঙ্গে ভাঙ্গা নৌকা” (colorful broken boat) becomes a poignant metaphor for the human condition – fragile yet resilient, navigating the unpredictable currents of existence. The act of “বাইতে আইলাম গাঙ্গে” (sailing on the Ganges) further reinforces this metaphor, suggesting a journey towards spiritual fulfillment or transcendence.
Amidst the evocative imagery, there’s a subtle exploration of existential themes and the quest for meaning. References to “কালীর নয়নজলে” (the tears of Kali) and the encounter with a snake (“কি সাপে কামড়াইলো আমার”) evoke a sense of peril and vulnerability in the face of life’s challenges. Yet, there’s also a hint of resilience and defiance in the face of adversity, symbolized by the determination to sail on despite the odds.
Ma Lo Ma lyrics structure and repetition create a hypnotic rhythm, drawing the listener deeper into its lyrical world. The inclusion of verses by “মাস্টার সালাম” (Master Salam) adds layers of cultural significance, hinting at the song’s origins in folk tradition and its enduring resonance within Bengali culture.
In summary, Ma Lo Ma lyrics is a lyrical tapestry that weaves together themes of love, loss, resilience, and the cyclical nature of life. Through its evocative imagery and haunting melodies, it invites listeners to contemplate the human condition and find solace in the shared journey of existence, anchored by the enduring bond between mother and child.
About the Author of the Song
Ma Lo Ma is a bengali song Sung by Sagor Dewan, Arif Dewan And Rap By Aly Hasan from Coke Studio Bangla Season 3. Ma Lo Ma lyrics was written by Md Khalek Dewan, the rap part was written by Aly Hasan and the music was composed by Pritom Hasan. Ma Lo Ma song curated and produced by Shayan Chowdhury Arnob. Music arranged, produced, mixed and mastered are all done by Pritom Hasan.
Song : Ma Lo Ma
Singer : Sagor Dewan And Arif Dewan
Rap : Aly Hasan
Produced by : Shayan Chowdhury Arnob
Station And Guitar : Pritom Hasan
Recording Engineer : Victor Tiash Das And Ifte Khairul Alam
Creative Producer : Syed Gousul Alam Shaon
Co-Producer : Shamsur Rahman Alvi
Director : Adnan Al Rajeev
Co- Producer : Md. Habibur Rahman Tareq
Creative Producer : Kamrul H Khosru
Label : Coke Studio Bangla