Kotha Ko Lyrics

Kotha Ko Lyrics | কথা ক | SHEZAN

Kotha Ko Lyrics

52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?

জোর যার মুল্লুক তার! আগে ক মুল্লুক কার?
লাঠির জোরে কলম ভাঙ্গে, শান্তির নামে তুললো খার
কাইল মারলি, পরশু মারলি, মারতে আইলি আজ আবার!
রাজায় যহন প্রজার জান লয় জিগা তাইলে রাজা কার?

আমার মানচিত্র কান্দে আইজকা দেইক্ষা দ্যাশের হাল রে
লাল সবুজের পতাকা মা পুরাডাই দেহি লাল রে
তলোয়ার হইয়া কাটে যাগো হওয়ার কথা ঢাল রে
পাপের জিহ্বায় সইতারে না উচিত কথার ঝাল রে

এইত্তর দালালের মায়রে, মাইরা দ্যাশের বাইরে
দলের ভাইয়ের শেল্টার লইয়া মারোস নিজের ভাইরে
যহন দ্যাশ বেইচ্চা ক্যাশ করোস দ্যাশপ্রেম যায় কই তর?
মাইরা যাগোর মাথা ফাডাস মারতি হইলে বইন তর?

মাইয়া পোলা ফ্রন্টলাইনে, অনলাইনেও সিন ডা
টোকাই ঘুরে চাক্কু হাতে, ঠোল্লা চুরি পিন্দা
মারতে আইলে মাইরা দিবি, মুর্দা নাইলে জিন্দা
রাইত দেইখা ডরাইস না কেউ রাইতের পরেই দিনডা

52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?

নিজের ভাইসের গোস্ত খাস বিবেকের তলপ্যাডে পোঁচ মাইরা,
যারা তুলে আওয়াজ অগো টিটকারি দেস পোস্ট মাইরা
ছাত্র দিসে ভাষা আইন্না, দ্যাশ বানাইসে ছাত্ররা
যেই হাতে কলম খাতা ওই হাতে দেস হাতকড়া
মুক্তির লেইগা যুদ্ধ কইরা মুক্তিডাই তর মিললো কই?

ভাষার লেইগা লইড়া যদি বোবা হইয়াই পইড়া রই!
এই বেডা যুক্তি কই, মিঠা মিঠা যত উক্তি কই
দ্যাশের মেরুদন্ড ভাঙতে যাইয়া
নিজের নিজে কবর খুড়বি অই

দেশ গড়ার সবক দিয়া কামের সময় সইরা যাস!
কার রক্তে পাড়া দিয়া বিজয় মিছিল কইরা যাস?
মায়ের বুক খালি কইরা রঙ্গের মহল গইড়া যাস?
যা, বাইচ্চা থাক খালি জানি ভিত্রেরতে মইরা যাস

জবান খুললেই জবান সিলাই, আর সিলাইবো কয়জনের
একজনে মা পইড়া গেলেও খাড়ায় যাইবো ছয় জনে
জন্ম লইসি মরতে মরার ডর দেহাইস না আমাগো
এক সেজানে মরলেও লাখো সেজান কইবো কথা ক

52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?
52 র তে ২৪ এ তফাত কই রে? কথা ক
দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে? কথা ক
আমার ভাই বইন মরে রাস্তায় তর চেস্টা কইরে? কথা ক
কালসাপ ধরসে গলা পেঁচায়, বাইর কর সাপের মাথা কো?

Meaning of Kotha Ko Lyrics

Kotha Ko lyrics is a powerful critique of the political and social situation in Bangladesh. It uses a mix of rhetorical questions, historical references, and vivid imagery to express frustration and disillusionment with the state of the nation.

Kotha Ko lyrics begins by questioning the state of affairs in Bangladesh, particularly focusing on the discrepancy between the nation’s proclaimed independence and the actual state of freedom and justice. The repeated line “52 তে ২৪ এ তফাত কই রে?” (What’s the difference between 52 and 24?) refers to the year 1952, which is significant in the history of the Bengali language movement, and 24, which might symbolize the present situation. The query implies that despite the historic struggle for linguistic and national rights, the current state is far from ideal.

Kotha Ko Lyrics

Kotha Ko lyrics criticizes the gap between the promises of independence and the reality of ongoing corruption and mismanagement. It mocks the notion of freedom by highlighting the contradiction between the country’s claim of sovereignty and the actual oppression and control faced by its citizens. The refrain “দ্যাশটা বলে স্বাধীন তাইলে খ্যাচ টা কই রে?” (The country claims independence, so where is the freedom?) underscores this contradiction.

Kotha Ko lyrics also express sorrow and anger over the loss of lives, referring to a tragic incident where a brother or sister is killed on the streets and the apathy or ineffectiveness of the authorities in addressing such issues. The image of a “black snake” wrapping around a throat and the need to remove the snake’s head is a metaphor for addressing the root causes of corruption and violence.

Kotha Ko lyrics critique extends to the power dynamics within the country. It questions the legitimacy of rulers who use force and oppression to maintain control. Lines like “জোর যার মুল্লুক তার!” (Might makes right!) reflect the song’s disapproval of how power is wielded unjustly, and the rulers’ disregard for the well-being of the people.

It also touches on the failure of political leaders to honor the sacrifices made for the country’s independence. Kotha Ko lyrics lament how leaders and parties exploit the nation’s resources and undermine its ideals, prioritizing personal gain over genuine patriotism. The imagery of “students who fought for the language and now have handcuffs” conveys the betrayal of those who once fought for freedom but now suffer under the same system.

Kotha Ko Lyrics

Kotha Ko lyrics also addresses the suffering of common people, particularly youth who are on the frontline of struggles, whether in physical conflicts or in the digital realm. It criticizes the pervasive violence and the lack of accountability, using stark images of street violence and the lawlessness that prevails.

Ultimately, Kotha Ko lyrics expresses a deep sense of disillusionment with the state of the nation. It questions the sincerity of national ideals and the reality of political and social conditions, suggesting that despite the promises of freedom and progress, the country remains in a state of turmoil and exploitation. Kotha Ko lyrics serves as a call for reflection and reform, challenging both leaders and citizens to confront these issues and strive for true justice and equality.


Song – Kotha Ko
Produced By Shezan Beatz
Recording – Rakib Hassan
Mixed and Mastered By SnareByt
Artwork – Arham Habib

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *