Gouri Elo Lyrics | গৌরীএল | Durga Puja Song
Gouri Elo Lyrics
বলদে চড়িয়া শিবে
শিঙ্গায় দিলা হাঁক,
আর শিঙ্গা শুনি মর্ত্যেতে
বাজিয়া উঠল ঢাক।
শিবের সনে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী
আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী।
বলো গৌরী এলো, দেখে যা লো
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
বলদে চড়িয়া শিবে
শিঙ্গায় দিলা হাঁক,
আর শিঙ্গা শুনি মর্ত্যেতে
বাজিয়া উঠল ঢাক।
শিবের সনে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী
আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী।
বলো গৌরী এলো, দেখে যা লো
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এলো, দেখে যা লো ..
দেখো সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি
আরে সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি,
অসুরের টিক্কি ধরি
গলায় দিছে সাপ জড়াইয়া
বুকে মারছে খোঁচা।
কী দুগ্গী দেখলাম চাচা
কী ঠাকুর দেখলাম চাচী।
ওই যে এক তুম্ব্বা বদন
দাঁত দুইডা তার মূলার মতন,
কান দুইডা তার কুলার মতন
মাথা লেপা-পোঁছা।
কী ঠাকুর দেখলাম চাচা
কী দুগ্গী দেখলাম চাচী।
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল, দেখে যা লো ..
আছে ডাইনে বাঁয়ে দুইডা ছেমড়ি
পইরা আছে ঢাকাই শাড়ি,
ঘুরতে দেখছি বাড়ি বাড়ি
ফ্যাশন দেখায় ভারি।
আবার ময়ুরের পরে বসেন যিনি
এনার বড় চিকচিকানি,
ধুতি করছে কোঁচা ..
কী ঠাকুর দেখলাম চাচা
কী দুগ্গী দেখলাম চাচী।
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল, দেখে যা লো ..
সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে
অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে,
নবমীতে মা জননী নিশি পোহাইলা
দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা,
শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভবন
আর বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন,
জয় জয় বিজয়া গমন …
হে, আইল আমার ভোলানাথ রে
আইল আমার কাশীনাথ,
আইল আমার তিন্নাথ,
আইল আমার ভোলানাথ রে
আইল আমার ভোলানাথ রে।
ভোলানাথের শিঙ্গায় বলে
বব বম, বব বম, দিদি দিম, দিম, দিম, দিম।
Meaning of Gouri Elo Lyrics
The anticipation and joyful celebration of the coming of Goddess Durga, also known as Gouri, are depicted in the gouri elo lyrics. The term “Gouri” is another name for Goddess Durga and represents her heavenly feminine form. Gouri Elo Lyrics captures the joy and elation felt by followers when they welcome the goddess into their homes and neighborhoods. Goddess Durga is frequently described in the lyrics, who is seen as a celestial power who bestows favours, security, and prosperity.
Gouri Elo lyrics is frequently accompanied by lively music and pulsating beats, which heightens the celebratory mood during Durga Puja. A celebration of Goddess Durga’s advent and the victory of good over evil, “Gouri Elo” embodies the intense veneration and devotion of her followers. It serves as a means of cultural expression for happiness, faith, and harmony during the important Durga Puja festival.
About the Author of Gouri Elo Lyrics
The Nandy Sisters, usually referred to as Antara and Ankita Nandy, are well-known playback singers and classical vocalists from India. They come from a musical family and have become well-known for their extraordinary talent and beautiful performances. The Nandy Sisters have earned a name for themselves in the playback singing profession in addition to being outstanding in the field of classical music.
They have contributed their vocals and beautiful tunes to a number of Bengali films. Both audiences and critics have praised their interpretations. The group has also taken part in a number of television music reality shows, which has helped them grow in fame and reach. They frequently captivate audiences with their interpretations of classical and modern music during concerts, showcasing their outstanding vocal range, control, and emotional depth.
Song Name : Gouri Elo Lyrics
Singers : Antara Nandy & Ankita Nandy (Nandy Sisters)
Rhythm : Sharath Ravi
Lyrics & Composition : Traditional
Video Edit : Gourab Dutta and Sumanta Sarakar
DOP : Prashant Raut
Dance Choreography: Meghranjani Medhi and Ankita Nandy
Video Direction : Jui Nandy