Ei Mayabi Chaader Raate Lyrics | এই মায়াবী চাঁদের রাতে | BABA, BABY, O… 

Ei Mayabi Chaader Raate Lyrics

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।

শুনতে চাই,

কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।

কিন্তু..
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান।

শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,

শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
তোমায় শোনাতে চাই।

বলো! শুনতে চাই!

কিন্তু, তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই।

এই যে এই গানটা
তার যে শেষ প্যারাটা,

এই যে এই গানটা
তার শেষ অন্তরাটা,
কত-রঙা স্বপ্ন কথায়
সাজানো ছিল যে সেটা।

ছিল? কোথায় গেল?
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
বা, বা ,
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
তারপর ?

সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়!
হায়, হায়, হায়
তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।

বলো শুনতে চাই…

কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
নাই নাই তার পরে আর গানের কথা,
দরকার নাই।

Meaning of Ei Mayabi Chaader Raate Lyrics

‘On this Enchanting Moonlit Night’ is the title of a lovely Bengali song called ‘Ei Mayabi Chader Raate’. Ei mayabi chaader raate lyrics a ballad about love and longing between two lovers, depicts these emotions. The beauty of a moonlit night is described, along with how it enhances the beauty of the lover in the lyrics.

Under the moon and stars on this enchanting night, the singer conveys his or her yearning to be with the beloved. Ei mayabi chaader raate lyrics also emphasises the value of love and the ways in which it may improve a person’s situation in life. The beauty of nature and the power of love are both celebrated in “Ei Mayabi Chader Raate,” a lovely love song.

About the Author of Ei Mayabi Chaader Raate Lyrics

Hemanta Mukherjee wrote the well-known Bengali song “Ei Mayabi Chader Raate,” which Lata Mangeshkar performed. A 1961 Bengali movie called “Dui Bhai” had the song as part of its soundtrack. A romantic ballad, the song extols the virtues of a moonlit night as well as the love and desire between two lovers.

Ei mayabi chaader raate lyrics speak about the night’s entrancing beauty, with the moon and stars twinkling brightly, and how it enhances the beauty of the beloved. The vocalist expresses their wish to spend this special night with their significant other in order to share their feelings of love and closeness. The heartfelt melody and lyrics of the Bengali song “Ei Mayabi Chader Raate” are complemented by a variety of musical instruments in this lovely tune. The flute, tabla, sitar, and harmonium are among the main instruments featured in the song.

Ei Mayabi Chaader Raate Lyrics

The harmonium plays background music, filling in the chords and harmonies while the sitar provides the song’s primary theme. The flute gives the song’s music a lovely, ethereal aspect while the tabla offers the song’s rhythmic framework. Ei mayabi chaader raate lyrics also has a string part, which consists of violins and cellos, in addition to these other instruments. This section gives the music a luxurious, symphonic tone. Altogether, the combination of these sounds conjures up a lovely, ethereal ambiance that flawlessly conveys the song’s amorous vibe.

Several listeners over the years have been moved by the song’s love lyrics and soulful music. Ei mayabi chaader raate lyrics also won praise from critics of music, who have noted its importance in the development of Bengali music. It has received praise for its enduring appeal and cultural significance and is still a favourite and treasured song among music enthusiasts everywhere.

Lyrics: Chamok Hasan, Firoza Bonhi
Composition: Chamok Hasan
Singer: Chamok Hasan, Ikkshita Mukherjee, Hemlata Chakraborty, Barnomala Arrangements & Design: Amit- Ishan, Rudraneel Chowdhury
Guitar Design: Subhamoyy Chowdhury Additional
Sound Design: Amit Kumar Dutta
Mixing & Mastering: Amit Chatterjee

These are some various versions and adaptations of song on platform like YouTube. These are some links off the songs that have been provided here :

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *