De Dol Dol Dol Tol Pal Tol Lyrics | দে দোল দোল দোল তোল পাল তোল | Hemanta Mukherjee, Lata Mangeshkar
De Dol Dol Dol Tol Pal Tol Lyrics
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
মোর পানিতে ঘর
বন্দরে আসি তোর লাইগ্যা
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হায় তোমারি অবলা
শুধু মুই নারী
আমি কি কবো গো
দংশায় সর্পের সারি
হায় তোমারি অবলা
শুধু মুই নারী
আমি কি কবো গো
দংশায় সর্পের সারি
তুমি দূরেতে যাও
অজানা ঢেউয়ে তে ভাসো
আমি ঘরেতে রই
জোয়ারে যদি গো আসো
আনো রঙ্গিন চুড়ি বেলোয়ারী
কামরাঙ্গানো রঙেরও শাড়ি
আনো রঙ্গিন চুড়ি বেলোয়ারী
কামরাঙ্গানো রঙেরও শাড়ি
হবো তোমার আমি ঘরণী
নদী হবো আমি
আমাতে যাইও গো ভাইস্যা,
নদী হবো আমি
আমাতে যাইও গো ভাইস্যা..
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
তুমি জলে থাকো জলে থাকো
দ্বীপ যেন জলেতে তুমি
কেন জানো না কি
স্বপ্নের সুন্দর তুমি যে
আমার ভূমি
কেন পিছু ডাকো পিছু ডাকো
বারে বারে আমারে তুমি
কান্দো কন্যা তুমি
চক্ষের জলে কি ভাসাবে
সাধের ও জমি
হায় যাবো না যাবোনা ফিরে
আর ঘরে
পোড়া মন মানে না
সংসার করিবার তরে
দেহ কাটিয়া মুই
বানাবো নৌকা তোমারি
দুটি কাটিয়া হাত
বানাবো নৌকারই দাঁড়ি
আর বসন কাটিয়া দেবো
আর তুফানে আমি উড়াবো
হবো ময়ূরপঙ্খী তোমারি
তরে বুকে নিয়া
সুদূরে যাবো গো ভাইস্যা
ওরে বুকে নিয়া
সুদূরে যাবো গো ভাইস্যা..
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
আর কাইন্দো না কাইন্দোনা
তুমি.. সজনী
আর কাইন্দো না কাইন্দোনা
তুমি.. সজনী
হবে আরও আঁধার
আমার এ জীবন রজনী
তুমি হাসো যদি
আকাশে চাঁদিনী হাসে
পথ চেয়ে থাকো
তাই ভরসা বুকেতে আসে
খরধারা এ জীবন নদী
পাল ছিঁড়ি, ভাঙি হাল যদি
খরধারা এ জীবন নদী
পাল ছিঁড়ি, ভাঙি হাল যদি
শুধু প্রেমেরই পাল তুলিয়া
পারে চলে যাবো
দুজনে কুজনে হাইস্যা
পারে চলে যাবো
দুজনে কুজনে হাইস্যা
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
দে দোল দোল দোল
তোল পাল তোল
চল ভাসি সবকিছু তাইগ্যা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
হেঁইয়ো রে মার্ জোর
হে আল্লা, হে রামা
Meaning of De Dol Dol Dol Tol Pal Tol Lyrics
“De Dol dol dol tol pal tol” is a lively and energetic folk tune that speaks of the joys of travelling by boat through the rivers of Bengal. It evokes the spirit of the people of Bengal, who have a strong connection with the rivers that flow through their land. The song is an ode to the beauty of the river and the joy of being able to travel through it.
De dol dol dol tol pal tol lyrics of the song describe the experience of traveling by boat, with the rhythm of the waves, and the sounds of the water creating a soothing and enchanting atmosphere. The chorus of the song, “De Dol Dol Dol Tol Pal Tol”, is a repetitive phrase that mimics the sound of the waves and the motion of the boat. The song not just encourages the listeners to join in the fun but also cherish them for their journey.
De dol dol dol tol pal tol lyrics also contains verses that reflect the cultural and social context of Bengal. The line “Hay kumari abala shudhu mui nari” speaks of the status of women in society and the power dynamic between men and women. The verse “Kamrangano rangero sari” describes the colorful saris worn by Bengali women, which are often adorned with intricate designs and patterns.
Overall, de dol dol dol tol pal tol lyrics is a celebration of the beauty of Bengal and the joys of traveling through its rivers. The song captures the essence of Bengali culture and the connection that the people of Bengal have with the water that flows through their land.
About the Author of the Song
“De Dol Dol Dol Tol Pal Tol” is a Bengali folk song that was popularised by Lata Mangeshkar and Hemanta Mukherjee in their 1975 album “Mangaldeep”. The music was composed by Hridaynath Mangeshkar, the younger brother of Lata Mangeshkar, and the lyrics were written by Salil Chowdhury. ” Dol dol dol tol pal tol” is the Bengali version of a Marathi Koli geet named “Mi dolkara dorachay Raja” which was also sung by Lata Mangeshkar and Hemanta Mukherjee.
Arijit Singh, a well known Hindi and Bengali singer, performed on two Bengali songs for the homage of Lata Mangeshkar at a live concert. These two songs were “Jabo na jabo nh fire” and “Keno pichu dako amare tumi” which is titled “Dol dol dol tol pal tol” song. Again, many artists also recovered this song on YouTube.
Srikanta Acharya and Sadhana Sargam sung a cover version of this song on YouTube. This song is viewed by 44 lakh users and liked by 23 thousand users.
Album Name: Sudhu Dujone
Song Name: De Dol dol dol tol pal tol Lyrics
Singer: Lata Mangeshkar and Hemanta Mukherjee
Music Composer: Hridaynath Mangeshkar
Lyrics: Salil Chowdhury
There are many version of de dol dol dol tol pal tol lyrics available on the youtube platform.