Tomay Amay Mile Lyrics | তোমায় আমায় মিলে | Serial Song
Tomay Amay Mile Lyrics মন থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেনো, পাশে আছি যেনো আমাকেও সঙ্গে নিলে, থেকে যাবো, তোমায় আমায় মিলে, থেকে যাবো, তোমায় আমায় মিলে। যতদূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে এই অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে…
