Amar Dehokhan Lyrics | আমার দেহখান | Odd Signature
Amar Dehokhan Lyrics একা বসে তুমি,দেখছো কি একই আকাশদিন শেষে তার তারাগুলো দিবে দেখা। মেঘে ঢাকা তারার আলো,দেখে থাকো তুমি, দেখো ভালোহয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়।_সেই দিনে, এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবেখুঁজে পাবেনা সে গল্পকার,দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দেশুনতে পাবে মৃত মানুষের চিৎকার।_ আমার দেহখান,নিওনা শ্মশান, এমনিতেও পুড়ে গেছি।আমার, সব স্মৃতি,ভুলোনা…