Pagol Lyrics | পাগল | Ashes
Pagol Lyrics তোরা তারে পাগল বলিসপাগল তোদের পাগল বলে,তোরা তারে পাগল বলিসপাগল তোদের পাগল বলে,বলিস না বলিস না আর। জানতে চাই ..কে কাটে ধারে, কে কাটে ভারেকে-কাটে ধারে, কে কাটে ভারে,কে রাখালের বেখেয়ালেঘুরে ঘুরে গান হয়। কার মনের ভেতরে, অনেক কথানীরব থাকে, চোখের জলে,কে ভেবেছিলো ভুলভাবনাগুলো, অপ্রাসঙ্গিক কথা দিয়ে। পাগল ..নষ্ট হবে কষ্ট পাবেনষ্ট হবে…