Sporshohin Lyrics | স্পর্শহীন | Shamiul Shezan
Sporshohin Lyrics আমার সত্ত্বা তোমার কাছেহার মেনেছেআমার বিপরীতে সময়তোমায় চিনেছে কেউ বঝেনা এই আকাশমেঘে কেন ঢেকেস্পর্শবিহীন আমি ছিলামপ্রয়োজন হয়ে আমি নেই কারো ছায়া হয়েআর নেই কোন মিথ্যের মাঝেআমি হন্য হয়ে ছুটে গেছিতোমার আঁধারে বদলে যাওয়া বুঝি এতই সহজআমার নিঃশ্বাসে মিশে আছোবঝনি আজো একা একা এই বদ্ধ ঘরেআঁধারে আমিতোমার স্মৃতিকে আঁকড়ে ধরেবেঁচে আছি জানো কিনা জানো…