Mohan Manchitro Lyrics | মহান মানচিত্র | Riot The Band
Mohan Manchitro Lyrics আলোগুলো নিভে গেলেজেগে থাকে সব আধাঁরেতোমাদের যতো দূষিত প্রশ্বাসমেশে শুভ্র কুয়াশাতে তবুও কি জানবে পাখিরাভেসে গেছি আমরা ভেসে গেছে, ভেসে গেছে, মহান মানচিত্রকাঁটাতারে ঝুলে আছে নিথর দেহ কালো ধোঁয়ায় ঢেকে গেছে, সব আকাশবুলেট আর নিয়নে সিক্ত চারিপাশ জেনেছে কি ঈশ্বর?থমকে গেছি আমরাজেনেছে কি পাখিরা? অবিরত ভেসে গেছে , ভেসে গেছে, মহান মানচিত্রকাঁটাতারে…