Autograph Movie All Song Lyrics
Autograph Movie All Song Lyrics
Amake Amar Moto Thakte Dao Lyrics
আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি (x2)
যেটা ছিলো না ছিলো না
সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন।
তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর
কিছু সন্ধ্যার গুঁড়ো হওয়া কাঁচের মতো,
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীনে চোখ রাখবো না, না, না,
না, না, না, না, না, না।
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার,
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার,
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার ..
কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে,
চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়
আশে-পাশে আমি আর নেই।
আমার জন্য আলো জ্বেলো না কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ,
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না, না, না,
না, না, না, না, না, না।
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার,
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার,
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার..
না.. না না না না না..
তোমার রক্তে আছে স্বপ্ন যতো
তারা ছুটছে রাত্রিদিন নিজের মতো,
কখনে সময় পেলে একটু ভেবো
আঙুলের ফাঁকে আমি কই ?
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যতো শুকনো পেঁয়াজকলি ফ্রিজের শীতে,
আমি ওবেলার ডাল ভাতে ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না, না, না,
না, না, না, না, না, না।
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার,
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত দুপুরের আবদার,
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার..
না.. না না না না না..
Amake amar moto thakte dao lyrics is sung by Anupam Roy. Autograph movie cast that includes Prosenjit Chatterjee, Nandana Sen, Rudraprasad Sengupta, Indraneil Sengupta, Biswajit Chakraborty, and others can be seen in the film. Durbine Chokh Rakhbo Na, a Bengali album, uses the same song.
Chol Rastay Saji Tram Line Lyrics
চল রাস্তায় সাজি ট্রাম লাইন,
আর কবিতায় শুয়ে কাপ্লেট
আহা উত্তাপ কত সুন্দর,
তুই থার্মোমিটারে মাপলে
হিয়া টুপটাপ জিয়া নস্টাল,
মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম,
আর তুই কাকে ভালোবাসতিস
চল রাস্তায় সাজি ট্রাম লাইন।
প্রিয় বন্ধুর পাড়া নিঝুম,
চেনা চাঁদ চলে যায় রিকশায়
মুখে যা খুশি বলুক রাত্তির,
শুধূ চোখ থেকে চোখে দিক সায়
পায়ে ঘুম যায় একা ফুটপাথ,
ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক
পায়ে ঘুম যায় একা ফুটপাথ,
ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক
আমি ভুলে যাই কাকে চাইতাম,
আর তুই কাকে ভালোবাসতিস।
চল রাস্তায় সাজি ট্রাম লাইন।
পোষা বালিশের নিচে পথঘাট,
যারা সস্তায় ঘুম কিনতো
তারা কবে ছেড়ে গেছে বন্দর,
আমি পাল্টে নিয়েছি রিংটোন
তবু বারবার তোকে ডাক দিই,
একি উপহার নাকি শাস্তি
তবু বারবার তোকে ডাক দিই,
একি উপহার নাকি শাস্তি
আমি ভুলে যাই কাকে চাইতাম,
আর তুই কাকে ভালোবাসতিস
চল রাস্তায় সাজি ট্রাম লাইন,
আর কবিতায় শুয়ে কাপ্লেট
আহা উত্তাপ কত সুন্দর,
তুই থারমোমিটারে মাপলে
হিয়া টুপটাপ জিয়া নস্টাল,
মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম,
আর তুই কাকে ভালোবাসতিস
চল রাস্তায় সাজি ট্রাম লাইন।
Shreya Ghoshal performed the song chol rastay saji tram line Lyrics for the Bengali film “Autograph.” Written by composer Debojyoti Mishra. starring Nandana Sen, Indraneil Sengupta, and Prosenjit Chatterjee. Srijato wrote the lyrics for Chol Rashtay Saji.
Jodi Kere Nite Bole Song Lyrics
যদি কেড়ে নিতে বলে
কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবো না,
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবো না।
আর, আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ,
আর আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ।
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে,
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে,
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।
যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেবো না,
যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি
জেনো আমি বেচতে দেবো না।
আর, আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ,
আর আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ।
আর এভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে,
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান।
আর এভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে,
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।
From the Bengali film Autograph, Rupam Islam sings the song jodi kere nite bole Lyrics. A cast that includes Prosenjit Chatterjee, Nandana Sen, Indraneil Sengupta, and others. Anupam Roy wrote the Bengali lyrics for the song Benche Thakar Gaan, which was composed.
Uthchhe Jege Sakal Gulo Lyrics
উঠছে জেগে সকালগুলো,
পাশ ফিরে মন আবার শুলো
এবার তোকে আদর চোখে দেখবে সে
দেখবে দামাল প্রেম কিরকম,
মন্ত্র ছাড়াই জ্বেলেছে হোম
কাঁপছে আলো বাসবে ভালো সব শেষে (x2)
আয় চলে আয় কোন অন্য সুরে গান ধরে
আয় চলে আয় বারন কারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়ব বাধার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে।
খুনসুটি আর ঝগড়াঝাটি,
আড্ডা হবে খুব জমাটি
দেওয়াল ঘড়ির পিছল সুরে রাখতে তাল
পরকীয়ায় তোর ভ্রূকুটি শীতের দুপুর গুটিসুটি
কিম্বা রাতে আবছায়াতে রঙমশাল (x2)
আয় চলে আয় কোন অন্য সুরে গান ধরে
আয় চলে আয় বারন কারণ সব যাক সরে
আয় চলে আয় আজ উড়ব বাধার প্রান্তরে
আয় চলে আয় আজ তোর সাথে হই একঘরে।
আয় চলে আয়..
Autograph Bengali Movie’s one of the best song is song Uthchhe Jege Sakal Gulo. Uthchhe jege sakal gulo lyrics is sung by singer Shreya Ghoshal. Featuring: Nandana Sen and Indraneil Sengupta Debojyoti Mishra composed the music Srijit Mukherji wrote the lyrics of the song “Uthche Jege Shokalgulo.”