Tomake Chai Lyrics | তোমাকে চাই | Arijit Singh | Gangster
তোমার নামের রোদ্দুরে
আমি ডুবেছি সমুদ্দুরে
জানি না যাব কতদুরে এখনও…
আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
তোমার নামের রোদ্দুরে
আমি ডুবেছি সমুদ্দুরে
জানি না যাব কতদুরে এখনও…
আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে,
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো।
আমি শুনেছি সেদিন তুমি
নোনবালি তীর ধরে,
বহুদুর বহুদুর হেঁটে এসেছো।
যে জন প্রেমের ভাব যানেনা
তার সঙ্গে নাই লেনা দেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা,
সে যন সোনা চেনেনা।
যে জন প্রেমের ভাব যানেনা
তার সঙ্গে নাই লেনা দেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় (x2)
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি,
তোমায় দেখতে আমি পাই নি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
বাহির পানে চোখ মেলেছি
বাহির পানে,
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..