Batighor Lyrics | বাতিঘর | Rishi Panda
Batighor Lyrics আর কত দিন কতদূর যেতে হবেপথ যাওয়ার শেষ হবে কবে বলো,এই রাত একাকার অন্ধকার ছায়াপথেআমি একা বড় একা খোঁজ হলো। তুমি একলা আগুন জ্বালিয়োকোনো দূরের বাতিঘরে,আমি ক্লান্ত চোখেঠিকানা তোমার খুঁজে নেব। জেনো আমি পৌঁছবযত ঝড় আসুক,যত ঢেউ উঠুক এ পথে,আমি পৌঁছব ঠিক পৌঁছব,সে বাতিঘরে ..ঘন কালো অন্ধকারজঙ্গল পাহাড়,সব পেরিয়ে শেষ রাতেআমি পৌঁছব ঠিক…