Bhalobeshe Phelechi Tomaye Lyrics | ভালোবেসে ফেলেছি তোমায় | Rupam Islam
Bhalobeshe Phelechi Tomaye Lyrics এই, ভাঙা ভাঙা মন আর, পাহাড়িয়া পথএই, রোদের আদর আর, মেঘের শপথ। বলছি আমি, বলছি শোনোভালোবেসে ফেলেছি তোমায়।সরে সরে যায়, সবকিছু আজচোখের পাতায় ভাসে, স্মৃতির কোলাজ।বলছি আমি, বলছি শোনোভালোবেসে ফেলেছি তোমায়। ও ও ও ও .. আমি, চাইছি তোমার কাছাকাছি যেতেযেমন মাটিও আকাশ চায়,সারারাত তুমি, ঝরেছো এ বুকেবৃষ্টির মতো পূর্ণতায়,বৃষ্টির-মতো পূর্ণতায়।…