Aar Koto Din Lyrics

Aar Koto Din Lyrics | আর কতো দিন | Ritaban Guha

Aar Koto Din Lyrics

আর কতদিন
আর কতদিন
আর কতদিন চুপ করে থেকে মুখ খুঁজে সব সরে যাবে
আর কতদিন আর কতদিন
আর কতদিন চুপ করে থেকে মুখ খুঁজে সব সরে যাবে
আর কতদিন সবকিছু দেখে নীরব হয়েই রয়ে যাবে
আর কতদিন আর কতদিন
আর কতদিন আর কতদিন
আর কতদিন চুপ করে থেকে মুখ বুঝে সব সরে যাবে
আর কতদিন সবকিছু দেখে নীরব হয়েই রয়ে যাবে
আর কতদিন আর কতদিন

আর কতদিন আর কতদিন
মোমবাতি নিয়ে বিদ্রোহ করে দেওয়ালে লিখবে
আর কতদিন মোমবাতি নিয়ে বিদ্রোহ করে দেওয়ালে লিখবে
কমেন্ট করবে জুড়ি ঝুড়ি আর ঘরে বসে তুমি সেগুলো গিলবে
আর কতদিন আর কতদিন আর কতদিন
আর কতদিন আর কতদিন তাবেদারি করে
ইমেজ বাঁচিয়ে কিম্বা বাঁচিয়ে পশ্চাতদেশ
আমরা আমাদের পশ্চাতদেশ বাঁচাতে খুব ব্যস্ত
ইমেজ নিয়ে আমরা খুব কনশাস যদি কিছু গন্ডগোল হয়ে যায়

আর কতদিন আর কতদিন আর কতদিন
কাজে করে ইমেজ কিংবা বাঁচিয়ে পশ্চাৎ দেশ পেরিয়ে যাবে
দায়ভার তুমি এটা বলে আমি তো অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক আমি
ট্রেন্ডিং আছে কিছু বলে আমি তো অরাজনৈতিক
আর কতদিন আর কতদিন
আর কতদিন দূর থেকে শুধু পাশে আছি বলে আশ্বাস দেবে

এই সময় প্রচুর মানুষ বলে
দাদা নেমে পড়ো পাশে আছি দিদি তোমাদের পাশে আছি
এরা এপাশে থাকে না ওপাশে থাকে কোনদিন খুঁজে পাওয়া যায় না
কারণ এরা অপাশে থাকে অপাশে
আর কতদিন দূর থেকে শুধু পাশে আছি বলে আশ্বাস দিয়ে
নিজেই নিজেকে সান্ত্বনা দেবে কিছু তো করছি এটা ভেবে
আর কতদিন আর কতদিন

বলি শিরদাঁড়া তো জং ধরে গেছে
শিরদাঁড়া জং ধরে গেছে বেঁকে গেছে সেটা কিসের অভাবে
ক্যালসিয়াম না সৎসাহস হরলিক্স খেয়ে কি সোজা হবে
আমি তো চেটে চেটে খাই আমি তো চেটে চেটে খাই
আর কত চেটে চেটে খাবে আর কতদিন আর কতদিন
ওই শিরদাঁড়া যত জং ধরে গেছে বেঁকে গেছে সেটা কিসের অভাবে
ক্যালসিম না সৎসাহস হরলিক্স খেয়ে কি সোজা হবে
জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে
জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে

আমাদের সব দাদা দিদিরা কত বড় বড় কান্ড ভাটায়
আমাদের সব টপ টপ দাদা দিদি আছে তো মানুষের প্রতিনিধি তারা
আমাদের সব দাদারা দিদিরা কত বড় বড় কান্ড ভাটায়
মানুষের সব প্রতিনিধি তারা কেন কান্ড ভাটায়
জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে
একদিকে দিদি টিভির মঞ্চে নারীদের কত লড়াই শেখায়
রোজ বিকেল পাঁচ টায় এবার বলো
এবার বলো এবার বলো এবার বলো

এবার বলো জং ধরে গেছে এবার বলো জং ধরে গেছে
এবার জং ধরে গেছে এবার বলো জং ধরে গেছে
এবার বলো জং ধরে গেছে এবার বলো জং ধরে গেছে
এবার বলো জং ধরে গেছে

একদিকে দিদি টিভির মঞ্চে নারীদের কত লড়াই শেখায় আরেকদিকে
আমাদের দাদা ব্যালকনি পেলে জার্সি ঘোরায় কত দাদাগিরি
কত দাদাগিরি কত দাদাগিরি দিয়ে হামাগুড়ি সুরসুর করে গর্তে ঢুকলো
দিদি নাম্বার ওয়ান সে তো শুধু ফুটেজ খেতে স্লোগান তুললো
জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে
জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে সাপে চুমু দিল নায়িকা মহান

কি সুন্দর একটা চুমু সাতটা কি বাজে সেটাও জানে না
আমাদের কিভাবে কি লেখা আছে এখানে
সাপে চুমু দিল নায়িকা মহান কুমিরের মাগো সেই যে কান্না
মাঝখানে ঘেটে গেছিল এত কান্না বাবারে
সাপে চুমু দিল নায়িকা মহান কুমিরের মাগো সে কান্না
গায়ক তো মহানায়ক হয়েছেন, গায়ক এখন আমাদের মহানায়ক
গায়ক তো মহানায়ক হয়েছেন, প্রতিবাদী গান আর গান না
জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে জং ধরে গেছে

ছেলেরা আমার মস্ত মানুষ মস্ত অফিসার
প্রতিবাদী মিছিলে তো যায় না দেখা আর
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
প্রতিবাদী মিছিলে তো যায় না দেখা আর
চোখ ধরে গেছে চোখ ধরে গেছে চোখ ধরে গেছে
ছেলেরা আমার মস্ত মানুষ মস্ত অফিসার
প্রতিবাদী মিছিলে তো যায় না দেখা আর
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
প্রতিবাদী মিছিলে তো যায় না দেখা আর

চোখ ধরে গেছে চোখ ধরে গেছে চোখ ধরে গেছে
চোখ ধরে গেছে চোখ ধরে গেছে চোখ ধরে গেছে
জং ধরে গেছে জং ধরে গেছে
জং ধরে গেছে জং ধরে গেছে

এবার শুধু তোমাদের দোষ দিয়ে লাভ নেই
আমরা কি প্রশ্ন করেছি আমরা কি আটকেছি
আমরা কি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি
যে তুমি এটা করছো না ভুল করছো
না আমরা খুব শান্তি হই আমরা সাধারণ মানুষ
আমরা একাস্তাম আমরা হিউজ টু হয়ে আছি
তুমি কুলুক এটেছো মুখে আর চোখের ওপরে ঠুলি
তুমি কুলুক এটেছো মুখে আর চোখের ওপরে ঠুলি
এই সমস্যাটা তো আমার নয় কি করে যে মুখে শুনি
আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন

সময় এসেছে সময় এসেছে
অনেক তো হলো এবারে মানবজাতির খাতিরে
চুপ করে প্লিজ আর নয় জানিনা কিসের এত ভয়
কিসের এত সংকোচ কিসের এত সংকট
কিসের এত সংকোচ কিসের এত সংকট
কিসের এত সম্পদ কিসের এত সম্পদ
সমাজটা তো গ্যাসের অসাতলে
সেই কবে থেকে বলছে সকলে করছে কি কিছু একটা সেটা পাল্টাতে
নাকি কম জোনে ঢুকে গিয়ে ব্যস্ত শুধুই নিজের টুকু সাল্টাতে
আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন
আর কতদিন আর কতদিন আর কতদিন সময় এসেছে রাত নেমে

একজোট হও চিৎকার করো চিৎকার করো চিৎকার করো চিৎকার করো
চিৎকার করো চিৎকার করো চিৎকার করো চিৎকার করো চিৎকার করো
চিৎকার করো চিৎকার করো চিৎকার করো দুর্নীতিকে প্রতিবাদ করো
প্রতিবাদ করো প্রতিবাদ করো প্রতিবাদ করো প্রতিবাদ করো
অন্যায় দেখে সোচ্চার হও সকলে অন্যায় দেখে সোচ্চার হও সকলে
অন্যায় দেখে সোচ্চার হও সকলে অন্যায় দেখে সোচ্চার হও সকলে
অন্যায় দেখে সোচ্চার হও সকলে

আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন
আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন
আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন আর কতদিন
সবকিছু একটাই কথা বলা উনি আমাদের উৎসব করতে বলেছেন
হ্যাঁ আমরা তো ডেফিনেটলি উৎসব করবো করবো
আমরা করছি আমরা উৎসবই করছি

Meaning of Aar Koto Din Lyrics

Aar koto din lyrics is a powerful and evocative critique of societal and political complacency, ineffectiveness, and the superficial nature of activism. Aar koto din Lyrics question the duration and effectiveness of passive resistance and symbolic gestures, highlighting a deep sense of frustration with the status quo and the lack of substantive change despite numerous promises and assurances.

Aar koto din lyrics repeated questioning of “আর কতদিন” (“How many more days”) serves as a refrain that underscores a sense of impatience and urgency. It reflects the weariness of waiting for real action and change while people continue to remain silent or engage in ineffective forms of protest. Aar koto din lyrics accuse individuals of merely observing issues without taking meaningful action, suggesting that despite witnessing problems, many choose to remain passive or engage only in token gestures.

Aar koto din lyrics criticizes those who, while presenting themselves as advocates or representatives of the people, fail to act when it comes to real issues. The imagery of “melted wax and rebellion” and “comments and reactions” points to a critique of how people often resort to superficial methods like commenting on social media or participating in symbolic acts of rebellion, rather than engaging in more substantive actions that could lead to real change. The criticism extends to leaders and activists who, despite their loud proclamations and visible presence, often do little to address the core issues.

Aar Koto Din Lyrics

Aar koto din lyrics also express frustration with the political class, including both leaders and representatives, who seem more concerned with maintaining their public image and positions rather than addressing the real problems faced by society. Aar koto din lyrics accuses these figures of being out of touch with the actual struggles of the people, instead engaging in self-serving behavior and public relations stunts.

Aar Koto Din Lyrics

Aar koto din lyrics recurring theme of “rusted spine” symbolizes the loss of courage and integrity among those who should be leading or fighting for change. Aar koto din lyrics metaphor highlights a moral and ethical deterioration, suggesting that the spine, which represents strength and resolve, has become corroded due to neglect and lack of genuine action.

Aar koto din lyrics final segments call for collective action and a unified response against corruption and injustice. Aar koto din lyrics repeated urging to “shout out” and “protest” signifies a call to abandon passive attitudes and engage in more direct and forceful action against wrongdoings. The song emphasizes the need for a concerted effort to challenge and change the existing corrupt systems, urging everyone to rise up and actively participate in the fight against injustice.

Aar koto din lyrics is a poignant and critical commentary on the inadequacies of symbolic activism and the political system’s failure to address real issues. It serves as a call to action, urging people to move beyond mere words and gestures and to engage in meaningful, united efforts to bring about genuine change. The pervasive sentiment in aar koto din lyrics is one of urgent frustration with the prolonged inaction and the superficial nature of contemporary activism.

Song : Aar Koto Din Lyrics
Singer, Lyrics, Arrangement and Production – Ritaban Guha
Poster Idea – Souparna Dey
Thumbnail By – Voldi

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *