Shanto Koro Lyrics | শান্ত করো | Titash Bhromor Sen
Shanto Koro Lyrics
থাক তোমাদের প্রেমের কথা ঘর সাজানোর ঘটা
নিজের হৃদয় জুড়তে গিয়ে ভাঙলে যে আর কটা,
পানসি ভেসে যাচ্ছে কারা পানসে চোখের জলে
ফিসফিসিয়ে ব্যর্থ ভালোবাসার কথা বলে।
এলো ঝড় উথাল পাথাল
ভাঙলো বুঝি আমার ঘরও
তুমি এসো শান্ত করো,
তুমি এসো শান্ত করো।
কার পথে কে হাঁটলো কবে
সে মায়াও ঠিক ফুরোবে,
আজ যে নদী, কাল সে মরা চর।
পিরিত যদি নাও সে করে,
জলপটি দিক অনেক জ্বরে,
আলতো সুখে চিলতে রোদের ঘর।
আমরা তবু স্বপ্ন গড়ি, আলগা পথে হাঁটি
ক্লান্ত হলে শান্ত মাঠে পাতবো শীতলপাটি,
বলছি না তো তোমায় ডেকে বাতাস গায়ে মাখো
বলছি শুধু মনখারাপে কপাল ছুঁয়ে থাকো।
এলো ঝড় উথাল পাথাল
ভাঙলো বুঝি আমার ঘরও
তুমি এসো শান্ত করো,
তুমি এসো শান্ত করো।
মেঘেরা দিব্যি শোনে তোমার কথা
বাঁধে ঘর তোমার ঘরের কাছে,
পারলে আমার উপর বৃষ্টি নামাও
এ মনের সবুজ যদি বাঁচে।
আসছে শীতে ঝরবে পাতা খয়েরি হরিদ্রাভ
গভীর রাতে কান্না পেলে তোমার কাছে যাবো,
পানসি তবু ভাসছে একা পানসে চোখের জলে
ফসফরাসের আলোর মতো হারিয়ে যাবে বলে।
এলো ঝড় উথাল পাথাল
ভাঙলো বুঝি আমার ঘরও
তুমি এসো শান্ত করো,
তুমি এসো শান্ত করো।
Meaning of Shanto Koro Lyrics
Shanto koro lyrics is a deeply emotional reflection on the fragility of love, the chaos of heartbreak, and the quiet yearning for comfort in the aftermath of emotional storms. It begins by rejecting the decorative charm of romantic tales with the line “থাক তোমাদের প্রেমের কথা ঘর সাজানোর ঘটা”, which expresses that the external beauty of love stories holds no meaning for someone who’s been broken while trying to bring warmth to their own heart. The line “নিজের হৃদয় জুড়তে গিয়ে ভাঙলে যে আর কটা” reveals the exhaustion of giving so much emotionally that the speaker themselves ends up shattered.
A haunting image follows in “পানসি ভেসে যাচ্ছে কারা পানসে চোখের জলে”, where the boat floats not on a river but in someone’s lifeless eyes, drenched in quiet tears. Shanto koro lyrics lines reflect how love, once full of life, has become dull, silent, and grief-stricken. “ফিসফিসিয়ে ব্যর্থ ভালোবাসার কথা বলে” suggests that failure in love speaks in whispers, not storms. It lingers quietly, like an ache that never fully fades.
Then comes the cry of the heart: “এলো ঝড় উথাল পাথাল ভাঙলো বুঝি আমার ঘরও / তুমি এসো শান্ত করো, তুমি এসো শান্ত করো।” The storm here symbolizes both outer turmoil and inner disarray. A home literal or emotional has been shaken to its core. The repetition of the plea is a desperate call for peace, not from the world, but from a specific, grounding presence.

Shanto koro lyrics continues to speak of the fleeting nature of life and love. “কার পথে কে হাঁটলো কবে / সে মায়াও ঠিক ফুরোবে” reflects on how people eventually part ways, and even the deepest illusions and attachments fade with time. Today’s love may dry out into tomorrow’s wasteland, as described in “আজ যে নদী, কাল সে মরা চর।” Love that isn’t nurtured with intention falters. Even if one lover refuses to reciprocate, shown in “পিরিত যদি নাও সে করে”, the speaker still yearns to endure life’s burning fevers in hopes of some soft joy. Shanto koro lyrics beautifully expressed in “জলপটি দিক অনেক জ্বরে, আলতো সুখে চিলতে রোদের ঘর।”
Despite the inevitable heartbreak, the spirit to dream remains. In “আমরা তবু স্বপ্ন গড়ি, আলগা পথে হাঁটি”, the speaker still builds dreams and walks uncertain roads. There’s comfort in finding peace in little things, expressed in “ক্লান্ত হলে শান্ত মাঠে পাতবো শীতলপাটি।” There’s no loud invitation for love or romance. Instead, the lines “বলছি না তো তোমায় ডেকে বাতাস গায়ে মাখো / বলছি শুধু মনখারাপে কপাল ছুঁয়ে থাকো” convey a request not for drama, but for a gentle touch in hard times.

Shanto koro lyrics chorus returns once more: “এলো ঝড় উথাল পাথাল ভাঙলো বুঝি আমার ঘরও / তুমি এসো শান্ত করো, তুমি এসো শান্ত করো।” It is a chorus of surrender, of someone who no longer wants to face the storm alone. Then, nature becomes a witness. “মেঘেরা দিব্যি শোনে তোমার কথা / বাঁধে ঘর তোমার ঘরের কাছে” suggests that even the clouds are moved by this person’s words. The speaker wishes, “পারলে আমার উপর বৃষ্টি নামাও / এ মনের সবুজ যদি বাঁচে।” Let your rain fall upon me, so that my soul’s greenness my hope and life-force may survive.
As the song nears its end, a change of season is inevitable. “আসছে শীতে ঝরবে পাতা খয়েরি হরিদ্রাভ” hints at decay and detachment. Yet in vulnerability, the speaker still seeks refuge in the line “গভীর রাতে কান্না পেলে তোমার কাছে যাবো।” Shanto koro lyrics final image is haunting the lone boat still drifting, knowing its own fading: “পানসি তবু ভাসছে একা পানসে চোখের জলে / ফসফরাসের আলোর মতো হারিয়ে যাবে বলে।”
Shanto koro lyrics broken plea returns: “এলো ঝড় উথাল পাথাল / ভাঙলো বুঝি আমার ঘরও / তুমি এসো শান্ত করো, তুমি এসো শান্ত করো।” Because sometimes, what a storm cannot take away is the simple hope that someone, somewhere, will come and calm the wreckage within.
About the Author of the Song
Shanto Koro bengali song is sung by Titash Bhromor Sen. Shanto Koro song lyrics in bengali was written by Prameya. Music composed by Prameya. Music Production, Mixing and Mastering by Debayan Banerjee.
Song Name : Shanto Koro
Singer : Titash Bhromor Sen
Compostion and Lyricist : Prameya
Backvocals : Srijita Mitra and Subham Mitra
Direction : Subhrodip Pal and Prameya
DOP : Giridhari Garai
Label : Chirkut Official