Tumi Ki Amar Bristi Hobe Lyrics | তুমি কি আমার বৃষ্টি হবে | Meghbalika
Tumi Ki Amar Bristi Hobe Lyrics
তুমি কি আমার বৃষ্টি হবে
আমি হবো তোমারি মেঘ,
আমাদের প্রেম হবে রূপকথা
তুমি হবে মায়ার আবেগ।
তুমি কি আমার মেঘ হবে
আমি বৃষ্টি হয়ে ঝরবো,
আমি সকাল সন্ধ্যা রাতে
তোমাকেই শুধু পড়বো।
আমার এ কথা মিথ্যে নয়
আমি ভালোবাসি শুধু তোমাকেই ..
আমার সকল প্রার্থনায়
আমি চাই গো শুধু তোমাকেই।
আমি তোমার প্রেমে ভেসে যাই
আমি তোমাতে শুধু হারাই,
কেন মানছে না বাধা কিছুতে।
তুমি হঠাৎ এলে জীবনে
ফুল ফোটালে মনে গোপনে,
আমি হচ্ছি পাগল তোমার প্রেমেতে।
আমার এ কথা মিথ্যে নয়
আমি ভালোবাসি শুধু তোমাকেই ..
আমার সকল প্রার্থনায়
আমি চাই গো শুধু তোমাকেই।
তোমার গল্পে আমি থাকতে চাই
তোমায় সঙ্গী করে বাঁচতে চাই,
আমি পারছি না নিজেকে আটকাতে।
তোমার রঙে আমি হবো রঙিন
তোমায় ছাড়া বেঁচে থাকা কঠিন,
আমি ডুবে আছি তোমার ভাবনাতে।
আমার এ কথা মিথ্যে নয়
আমি ভালোবাসি শুধু তোমাকেই ..
আমার সকল প্রার্থনায়
আমি চাই গো শুধু তোমাকেই।
Meaning of Tumi Ki Amar Bristi Hobe Lyrics
Tumi ki amar bristi hobe lyrics is a deeply emotional and romantic expression of pure, unwavering love. It uses the metaphors of nature such as rain, clouds, and colors to portray the intense connection between two lovers. Tumi ki amar bristi hobe lyrics begins by asking their beloved, “তুমি কি আমার বৃষ্টি হবে আমি হবো তোমারি মেঘ,” which symbolizes how they want to exist together in a deeply interdependent and poetic way.
Tumi ki amar bristi hobe lyrics make you believes that there love isn’t ordinary. It is something out of a fairytale, full of wonder, magic, and emotion. “আমাদের প্রেম হবে রূপকথা তুমি হবে মায়ার আবেগ।” They want their beloved to be the embodiment of emotion and mystery, while they surrender completely to that enchantment.
In the next stanza, the roles switch. The beloved is now the cloud, and the speaker is the rain. “তুমি কি আমার মেঘ হবে আমি বৃষ্টি হয়ে ঝরবো,” expresses their readiness to pour down endlessly, to be present in every moment. They continue, “আমি সকাল সন্ধ্যা রাতে তোমাকেই শুধু পড়বো,” showing a willingness to merge identities, to live entirely for and through the presence of the other.

Tumi ki amar bristi hobe lyrics chorus becomes a heartfelt confession. “আমার এ কথা মিথ্যে নয় আমি ভালোবাসি শুধু তোমাকেই .. আমার সকল প্রার্থনায় আমি চাই গো শুধু তোমাকেই।” This line, repeated throughout the song, serves as both a reaffirmation and a promise. The use of prayer here adds a spiritual depth to the love, suggesting that this isn’t just emotional or romantic longing. It is something sacred and almost divine. Their entire being is filled with the desire to be with the one they love, to the point where even their prayers are shaped by this love.
As the song continues, the speaker admits they are completely swept away by love. “আমি তোমার প্রেমে ভেসে যাই আমি তোমাতে শুধু হারাই,” shows how they lose themselves in the beloved, unable to resist the pull of emotion. “কেন মানছে না বাধা কিছুতে।” Obstacles seem meaningless in front of such deep devotion. The sudden arrival of the beloved in their life has been transformative. “তুমি হঠাৎ এলে জীবনে ফুল ফোটালে মনে গোপনে,” reflects the blooming of hidden flowers in the heart. Secretly and silently, the speaker has become madly in love.
“আমি হচ্ছি পাগল তোমার প্রেমেতে।” Here, love is portrayed as something that changes the very nature of existence. It becomes an inner revolution. The speaker is now consumed by feelings they can no longer control. Tumi ki amar bristi hobe lyrics chorus returns again. “আমার এ কথা মিথ্যে নয় আমি ভালোবাসি শুধু তোমাকেই .. আমার সকল প্রার্থনায় আমি চাই গো শুধু তোমাকেই।” No matter how the story unfolds, the speaker insists that they love only this one person, and every single prayer is directed toward being with them.

Tumi ki amar bristi hobe lyrics final verse paints a picture of a shared future. The speaker dreams of being part of their beloved’s life story. “তোমার গল্পে আমি থাকতে চাই তোমায় সঙ্গী করে বাঁচতে চাই,” shows a desire not just to appear in their story, but to live through it together. They long to live life hand-in-hand, to breathe, grow, and find meaning together. But they are struggling.
“আমি পারছি না নিজেকে আটকাতে।” They want to be drenched in the colors of the beloved’s world. “তোমার রঙে আমি হবো রঙিন,” reveals that they can only become vibrant and alive in the presence of the one they love. Life without the beloved feels impossible. “তোমায় ছাড়া বেঁচে থাকা কঠিন,” expresses the difficulty of existing without them. Even their thoughts are no longer their own. “আমি ডুবে আছি তোমার ভাবনাতে।”
Tumi ki amar bristi hobe lyrics ends with the same heartfelt confession once again. “আমার এ কথা মিথ্যে নয় আমি ভালোবাসি শুধু তোমাকেই .. আমার সকল প্রার্থনায় আমি চাই গো শুধু তোমাকেই।” This is not just romantic obsession. It is true devotion, complete surrender, and a deep emotional bond that blurs the line between love and worship. The song, as a whole, beautifully captures how love can become one’s entire world. It is poetic, all-consuming, painful, yet deeply fulfilling.
About the Author of the Song
Tumi ki amar bristi hobe song sung by Mahtim Sakib and Atiya Anisha from Meghbalika bangla natok. Tumi ki amar bristi hobe lyrics in bengali was written by Ahmed Risvy. This rainy day special bengali romantic song composed by Sojib Das and tuned by Nazir Mahmud. Megh Balika bengali drama directed by Jakaria Showkhin. Produced by Fakhrul Reya and Dr Rebeka Moni Parvez under the banner of Dhupchaya Entertainment.
Song : Tumi Ki Amar Bristi Hobe
Drama : Meghbalika
Singer : Mahtim Sakib and Atiya Anisha
Tune : Nazir Mahmud
Lyricist : Ahmed Risvy
Music : Sojib Das
Direction : Jakaria Showkhin
Label : Dhupchaya Entertainment
Similar Other Songs : Amar Ma Ke Bolo Lyrics