Nirbashito Chaand Lyrics

Nirbashito Chaand Lyrics | নির্বাসিত চাঁদ | Shibu Kumar Shill | Shri Swapankumarer Badami Hyenar Kobole

Nirbashito Chaand Lyrics

নির্বাসিত চাঁদ
তার মিথ্যে ‘অপবাদ
নিয়ে আসে কিছু অপরাধ মাখা জ্যোৎস্নায়
ন্যাপথলিনের রাত
তার কাঁচের মত হাত
বয় হাওয়া
ভূতে পাওয়া গালিচায়
যত হাওয়া ফিরে চাওয়া বাগিচায়
নীল ঘোড়া তার
শোভাযাত্ৰাৱ
নিশান ওড়াম ভুল গল্পের দলে
আর মৌসুমী বায়ু সবটুকু আয়ু বিলোয়
RAIN MACHINE-এ
পাখিদের শত নাম
আমি যদি জানিতাম
প্রতি ভোরে আমিও জীবিত
নিভে নিভে যাওয়া আলো
কিংবদন্তি ঢাল
সারারাত তারারাও ছাড়া থাক

নির্বাসিত চাঁদ
তার মিথ্যে অপবাদ
নিয়ে আসে কিছু অপরাধ
মাখা জ্যোৎস্নায়

নির্বাসিত চাঁদ
তার মিথ্যে অপবাদ
নিয়ে আসে কিছু অপরাধ
মাখা জ্যোৎস্নায়

মুখে তার যত ক্ষত
পুরনো MAP-এর মত
যত ছায়াপথ সবই তারই নির্মাণ
আর GREEN ROOM-এ কেউ
সেজেছিল ভগবান
রাতের গোলাম নিচ্ছে সেলাম
প্রাাসাদ প্রমান বিষাদ জমা
আর বুড়ো গাছ তার
সামিয়ানা জুড়ে উপহাস
করে জড়ো

ফুলেদের শত নাম
আমি যদি জানিতাম
প্রতি ভোরে আমিও জীবিত
কার্নিশে ফোটা ফুলে
কার্তুজ আছে ফুটে
ভালবাসা তাবিজের মত

নির্বাসিত চাঁদ
তার মিথ্যে অপবাদ
নিয়ে আসে কিছু অপরাধ
মাখা জ্যোৎস্নায়

বর্ষাতিদের ভেজা গায়ে
শামুকেরও ঘুম পায়
আর নির্বাচিত সম্রাট
হেঁটে যায় শহর নাকি
ZEBRA পুরাণ
ডেজগে থাকে
পরবাসে
ছেঁড়া জামাগুলো সেলাইয়ের সুতো মুড়ে রাখে হাহুতাশে

নির্বাসিত চাঁদ
তার মিথ্যে অপবাদ
নিয়ে আসে কিছু অপরাধ
মাখা জ্যোৎস্নায়

নির্বাসিত চাঁদ
তার মিথ্যে অপবাদ
নিয়ে আসে কিছু অপরাধ
মাখা জ্যোৎস্নায়

Meaning of Nirbashito Chaand Lyrics

Nirboshito Chand lyrics paints a vivid picture of a tranquil moonlit night, using poetic language to convey a range of emotions and imagery. The repeated refrain about the “নির্বাসিত চাঁদ” (Nirboshito Chand or the secluded moon) introduces a sense of isolation and contemplation, setting the tone for the narrative.

Nirbashito Chaand lyrics verses delve into the symbolic representation of the moon, describing it as a bearer of falsehood and accusations. The moonlight, portrayed as a deceptive force, brings with it the stains of sins, creating an atmosphere of intrigue and mystery. The imagery of a moonlit night shrouded in the darkness of misdeeds adds layers to the emotional landscape of the song.

Nirbashito Chaand Lyrics

The poet draws attention to the elements of nature, such as the wind and the night’s path, using them metaphorically to depict the complexities of life. The comparison of the moon to glass hands and the wind’s dance in the garden accentuates the ethereal and delicate nature of existence, suggesting fragility in the face of unseen challenges.

Nirbashito Chaand lyrics mention of a blue horse in a procession, known as “নীল ঘোড়া তার শোভাযাত্ৰাৱ” (Neel Ghora Tar Shobhayatra), adds a touch of cultural and traditional symbolism. The night becomes a canvas for storytelling, with the narrator confessing mistakes and errors in a group of storytellers. This introduces an element of self-reflection and shared narratives, making the song a contemplative exploration of human experiences.

Nirbashito Chaand lyrics inclusion of “RAIN MACHINE-এ” and the hundred names of birds in the rain further deepens the connection between nature and the human experience. The repetition of verses like “প্রতি ভোরে আমিও জীবিত নিভে নিভে যাওয়া আলো” (Every morning, I too am alive, fading away like light) suggests a cyclical nature of life, where each dawn brings new vitality but also marks the gradual fading of existence.

In the latter part of Nirbashito Chaand lyrics, focus shifts to a “মুখে তার যত ক্ষত” (Mukhe Tar Joto Kshat) and the old map resembling wounds. This metaphorical representation of scars and past experiences implies that every mark tells a story, contributing to the overall tapestry of one’s life.

The recurring theme of the “নির্বাসিত চাঁদ” throughout the song creates a sense of continuity and unity, linking the various verses into a cohesive exploration of life’s complexities. In essence, “নির্বাসিত চাঁদ” becomes a poetic journey, inviting listeners to reflect on the interplay of truth, deception, and the transient nature of existence in the moonlit tapestry of life.

About the Author of the Song

Nirbashito Chaand is from the bengali movie Shri Swapankumarer Badami Hyenar Kobole. Nirbashito Chaand is sung by Shibu Kumar Shill. Nirbashito Chaand Lyrics is written by Debaloy Bhattacharya and the beautiful lyrics is composed by Amit Chatterjee. Nirbashito Chaand was relesed on the SVF music youtube channel on Jan 10, 2024.

Song – Nirbashito Chaand Lyrics
Singer – Shibu Kumar Shill
Composition and Music Arrangement – Amit Chatterjee
Lyrics – Debaloy Bhattacharya
Programming – Shrijeet Raha
Chorus – Anurag Chatterjee, Indra
Mixing And Mastering – Amit Chatterjee

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *